বিগত ৬ মাসের মধ্যে Aadhaar কার্ডের বিস্তারিত তথ্য জানতে Aadhaar প্রদানকারী সংস্থা UIDAI নিয়ে এসেছে গ্রাহকের জন্য নতুন বিকল্প, যেখানে গেলে সহজেই মিলবে শেষ ৬ মাস Aadhaar কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে তার যাবতীয় তথ্য।
এই ব্যবস্থায় গ্রাহকেরা নিজেদের Aadhaar কার্ডটি পরীক্ষা করে দেখতে পারবেন এবং শেষ কবে ব্যবহার করা হয়েছিল তা-ও জানতে পারবেন। এই বিষয়ে UIDAI-এর পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে, এখন থেকে Aadhaar কার্ড গ্রাহকরা https ://resident.uidai.gov.in/aadhaar-auth-history ওয়েবসাইটে গিয়ে লগইন করে সেখানেই তাঁদের Aadhaar কার্ডের শেষ ৬ মাসের তথ্য দেখে নিতে পারবেন।
এই বিষয়ে UIDAI-এর পক্ষ থেকে করা ওই টুইটে জানানো হয়েছে, একসঙ্গে সর্বাধিক ৫০টি Aadhaar কার্ডের ব্যবহার সংক্রান্ত তথ্য দেখতে পাবেন গ্রাহকরা। এ জন্য কী করতে হবে জেনে নিন…
সবার আগে Google থেকে Aadhaar Authentication পেজে যান (Visit Aadhaar authentication history page)। এ বার সেখানে গিয়ে আপনার Aadhaar নম্বরটি দিন।
এর পর সামনে যে ছবিটি আসবে তার উপর একটি সিকিউরিটি কোড বসান (Enter security code in the picture) এবং OTP জেনারেট করুন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য।
OTP জেনারেট করার পর Aadhaar-এর সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP দেওয়ার পর যে পেজটি খুলবে সেখানে Aadhaar কার্ডের হিস্টোরি জানা যাবে।