scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন

Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন
  • 1/7

বিগত ৬ মাসের মধ্যে Aadhaar কার্ডের বিস্তারিত তথ্য জানতে Aadhaar প্রদানকারী সংস্থা UIDAI নিয়ে এসেছে গ্রাহকের জন্য নতুন বিকল্প, যেখানে গেলে সহজেই মিলবে শেষ ৬ মাস Aadhaar কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে তার যাবতীয় তথ্য।

Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন
  • 2/7

এই ব্যবস্থায় গ্রাহকেরা নিজেদের Aadhaar কার্ডটি পরীক্ষা করে দেখতে পারবেন এবং শেষ কবে ব্যবহার করা হয়েছিল তা-ও জানতে পারবেন। এই বিষয়ে UIDAI-এর পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে, এখন থেকে Aadhaar কার্ড গ্রাহকরা https ://resident.uidai.gov.in/aadhaar-auth-history ওয়েবসাইটে গিয়ে লগইন করে সেখানেই তাঁদের Aadhaar কার্ডের শেষ ৬ মাসের তথ্য দেখে নিতে পারবেন।

Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন
  • 3/7

এই বিষয়ে UIDAI-এর পক্ষ থেকে করা ওই টুইটে জানানো হয়েছে, একসঙ্গে সর্বাধিক ৫০টি Aadhaar কার্ডের ব্যবহার সংক্রান্ত তথ্য দেখতে পাবেন গ্রাহকরা। এ জন্য কী করতে হবে জেনে নিন…

Advertisement
Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন
  • 4/7

সবার আগে Google থেকে Aadhaar Authentication পেজে যান (Visit Aadhaar authentication history page)। এ বার সেখানে গিয়ে আপনার Aadhaar নম্বরটি দিন।

Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন
  • 5/7

এর পর সামনে যে ছবিটি আসবে তার উপর একটি সিকিউরিটি কোড বসান (Enter security code in the picture) এবং OTP জেনারেট করুন ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য।

Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন
  • 6/7

OTP জেনারেট করার পর Aadhaar-এর সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP দেওয়ার পর যে পেজটি খুলবে সেখানে Aadhaar কার্ডের হিস্টোরি জানা যাবে।

Aadhaar Authentication History: কেউ কি আপনার Aadhaar অন্যায় ভাবে ব্যবহার করছে? দেখে নিন
  • 7/7

শেষ ৬ মাসের সর্বাধিক ৫০টি Aadhaar কার্ডের ব্যবহার সংক্রান্ত তথ্য দেখার জন্য এখানে তারিখ এবং সময় সেট করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। এ বার নির্ধারিত দিন, মাসের যাবতীয় Aadhaar সংক্রান্ত তথ্য দেখা যাবে একটি তালিকার মধ্যেই।

Advertisement