scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি

Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 1/8

ব্যবস্থার পাশাপাশি করোনার কোপে বিশ্বব্যাপী অর্থনীতিও বিপর্যস্ত! সাধারণ মানুষের শুধু পকেটেই নয়, সঞ্চয়েও টান পড়েছে। এই পরিস্থিতিতে দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুনিশ্চিত ও সুরক্ষিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন।

Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 2/8

অনেকেরই ধারনা, দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায়। তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। সমস্ত ব্যাঙ্কেই ১ বছরের তুলনায় ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম। সেভিংস অ্যাকাউন্টের তুলনায় Fixed Deposit-এ ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলি (NBFC) বেশি সুদ দেয়।

Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 3/8

অবসর জীবনে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে নিয়মিত আয়ের সবচেয়ে বড় ভরসা Fixed Deposit। আমানতের ধরন, লগ্নির মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার নির্ভর করে। তাছাড়া, এক একটি ব্যাঙ্কে সুদের হার একেক রকম। এমনকী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও সুদের হারে এই পার্থক্য দেখা যায়।

Advertisement
Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 4/8

এই মুহূর্তে দেশের তিনটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অব বরোদা (BoB)। এ ছাড়াও বেসরকারি ব্যাঙ্ক ও ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলি (NBFC) Fixed Deposit-এ বেশি সুদ দেয়। দেশের প্রবীণ নাগরিকদের ২০২১ সালে Fixed Deposit-এ কোন ব্যাঙ্ক কত হারে সুদ দিচ্ছে, চলুন দেখে নেওয়া যাক...

Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 5/8

স্টেট ব্যাঙ্কের (SBI) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ২.৯ শতাংশ থেকে সর্বাধিক ৫.৪ শতাংশ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ৩ শতাংশ থেকে সর্বাধিক ৫.৩ শতাংশ। ব্যাঙ্ক অব বরোদায় (BoB) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ২.৮ শতাংশ থেকে সর্বাধিক ৫.২৫ শতাংশ।

Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 6/8

বর্তমানে এ দেশে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে যে সমস্ত ব্যাঙ্ক আকর্ষণীয় সুদ দিচ্ছে, তার মধ্যে অন্যতম হল DCB ব্যাঙ্ক। DCB ব্যাঙ্কে ১ কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার এই মুহূর্তে ৭.২৫ শতাংশ।

Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 7/8

বর্তমানে দেশের প্রবীণ নাগরিকদের ২০২১ সালে Fixed Deposit-এ ৩.৭৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ইক্যুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক (Equitas Small Finance Bank), ইয়েস ব্যাঙ্ক (Yes Bank), ইন্দাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank) যা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির তুলনায় প্রায় আড়াই শতাংশ বেশি।

Advertisement
Fixed Deposit-এ পেতে পারেন ৮% পর্যন্ত সুদ! জেনে নিন খুঁটিনাটি
  • 8/8

তবে দেশের বেসরকারি ব্যাঙ্ক ও ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলির মধ্যে প্রবীণ নাগরিকদের Fixed Deposit-এ সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেঙ্গালুরুর জন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank)। নতুন বছরে দেশের প্রবীণ নাগরিকদের ২ থেকে ৩ বছর মেয়াদের Fixed Deposit-এ জন স্মল ফিনান্স ব্যাঙ্ক ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে।

Advertisement