scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RailTel WiFi: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!

RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 1/9

স্টেশনে রেলের WiFi পরিষেবা ব্যবহার করে বিনামূল্যে ইন্টারনেট সার্ফিং করেন? স্টেশনে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট WiFi পরিষেবার দিন এ বার ফুরতে চলল। এ বার থেকে স্টেশনের WiFi ব্যবহার করে ইন্টারনেট সার্ফিংয়েও লাগবে টাকা!

RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 2/9

WiFi ব্যবহারের প্রথম ৩০ মিনিট বিনামূল্যেই ইন্টারনেট পরিষেবা মিললেও আধঘণ্টা পর থেকে রীতিমতো টাকা দিয়ে প্রয়োজন মতো ইন্টারনেট প্ল্যান কিনে তবেই ইন্টারনেট সার্ফিং করতে পারবেন সাধারণ মানুষ।

RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 3/9

বছর কয়েক আগে দেশের বিভিন্ন রেল স্টেশনে WiFi পরিষেবা চালু হওয়ার পর থেকে যাত্রীদের বিনামূল্যেই ইন্টারনেট পরিষেবা দিচ্ছিল রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা RailTel। বর্তমানে প্রায় ৬ হাজার স্টেশনে এই পরিষেবা রয়েছে।

Advertisement
RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 4/9

নতুন নিয়মে প্রথম ৩০ মিনিট বিনামূল্যে WiFi পরিষেবা দেওয়া হবে ঠিকই কিন্তু তার পরই ব্যবহারকারীদের নির্দিষ্ট প্ল্যান কিনতে হবে। RailTel-এর দাবি, এর ফলে আগের তুলনায় অনেকটা বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ।

RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 5/9

RailTel জানিয়েছে, সবচেয়ে কম ১০ টাকা থেকে সর্বাধিক ৭০ টাকার প্ল্যান রয়েছে। এই অফারে রয়েছে দৈনিক থেকে এক মাসের ইন্টারনেট প্ল্যানও। ৭০ টাকার প্ল্যানের বৈধতা ৩০ দিন।

RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 6/9

১০ টাকা আর ১৫ টাকার প্ল্যান হল দৈনিক ইন্টারনেট প্ল্যান। ১০ টাকায় ৫ জিবি পর্যন্ত আর ১৫ টাকায় মিলবে ১০ জিবি পর্যন্ত হাইস্পিড ডেটা। ২০ টাকার প্ল্যানের বৈধতা পাঁচ দিনের। ২০ টাকার প্ল্যানে মিলবে ১০ জিবি ডেটা।

RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 7/9

৩০ টাকার প্ল্যানের বৈধতা পাঁচ দিনের। এই প্ল্যানে মিলবে ২০ জিবি হাইস্পিড ডেটা। এছাড়াও ১০ দিনের জন্য ২টো প্ল্যান রয়েছে।

Advertisement
RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 8/9

RailTel-এর ৪০ টাকার প্ল্যানে ২০ জিবি ডেটা এবং ৫০ টাকার প্ল্যানে ৩০ জিবি পর্যন্ত হাইস্পিড ডেটা মিলবে।

RailTel Prepaid Plans: স্টেশনে রেলের WiFi ব্যবহারে এবার কিনতে হবে ইন্টারনেট প্ল্যান!
  • 9/9

৭০ টাকার প্ল্যানে ৩০ দিন পর্যন্ত ৬০ জিবি হাইস্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন সাধারণ মানুষ। RailTel জানিয়েছে, পেইড WiFi পরিষেবা চালুর ফলে বছরে প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে।

Advertisement