Chicken Price Drop: ডিসেম্বর মাসে চিকেনের দামে বেশ অস্থিরতা রয়েছে। ক্রমাগত দামের ওঠানামা লেগেই রয়েছে। শীত পড়তেই রাজ্যে বেড়েছে পিকনিক, আউটিং, বিয়ে উৎসব। ফলে বেড়েছে চিকেনের চাহিদাও।
প্রতি সপ্তাহান্তে মুরগির মাংসের দামে হের ফের হতে থাকে। তবে সামগ্রিকভাবে গত দিন পনেরোয় দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিলোতে প্রায় ১০-১৫ শতাংশ দাম বেড়ে গিয়েছে মুরগির মাংসের। চলুন জেনে নেওয়া যাক সোমবার (১২ ডিসেম্বর, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১৯-১২৭ টাকা, চিকেন (কাটা) ১৭৫-১৮০ টাকা কিলো। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১১-১১৭ টাকা, চিকেন (কাটা) ১৭০-১৭৫ টাকা কিলো।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১০৫-১১২ টাকা আর কাটা ১৭৫-১৮০ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১০৩-১১০ টাকা আর কাটা মাংসের দাম ১৭০-১৭৫ টাকা কিলো।
হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১০৫-১১৩ টাকা আর কাটা ১৭৫-১৮০ টাকা কিলো। নদিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১০৮-১১৪ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫-১৮০ টাকা কিলো।
বীরভূমে চিকেনের দাম গোটা ১০২-১০৮ টাকা কিলো আর কাটা ১৭০-১৭৫ টাকা কিলো। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কিলো ১০৫-১১১ টাকা আর কাটা ১৭৫-১৮০ টাকা কিলো।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ৯১-৯৮ টাকা কিলো আর কাটা ১৫৫-১৬০ টাকা কিলো। কোচবিহার, জলপাইগুড়িতে চিকেনের দাম (গোটা) প্রতি কিলো ৮৭-৯৩ টাকা আর কাটা ১৫০-১৫৫ টাকা কিলো।