Chicken Price Drop: গত সপ্তাহ থেকেই দাম চড়তে শুরু করে মুরগির মাংসের। উৎসবের আবহে চিকেনের চাহিদা এখন তুঙ্গে। এরই মধ্যে আজ দাম কিছুটা কমলো মুরগির মাংসের। টানা দিন চারেক দাম বৃদ্ধির পর সোমবার অবশেষে বেশ কিছুটা সস্তা হয়েছে চিকেন।
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর প্রস্তাবিত হার অনুযায়ী, কলকাতায় চিকেনের দাম কেজিতে ১৯০-২০০ টাকা হলেও বেশ কিছু বাজারে এখনও দাম কিছুটা বেশি। চলুন জেনে নেওয়া যাক সোমবার (২৬ ডিসেম্বর, ২০২২) কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম...
কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২০-১২৮ টাকা, চিকেন (কাটা) ১৯০-২০০ টাকা কেজি। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১১২-১১৮ টাকা, চিকেন (কাটা) ১৯০-২০০ টাকা কেজি।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১০৭-১১৪ টাকা আর কাটা ১৮০-১৮৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১০৮-১১৪ টাকা আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কেজি।
হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১০৭-১১৫ টাকা আর কাটা ১৮০-১৮৫ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১০৮-১১৪ টাকা আর কাটা মাংসের দাম ১৮০-১৮৫ টাকা কেজি।
বীরভূমে চিকেনের দাম গোটা ১০৪-১১০ টাকা কেজি আর কাটা ১৭৫-১৮০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১০৬-১১২ টাকা আর কাটা ১৮০-১৮৫ টাকা কেজি।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১০০-১০৬ টাকা কেজি আর কাটা ১৭০-১৭৫ টাকা কেজি। কোচবিহার, জলপাইগুড়িতে চিকেনের দাম (গোটা) প্রতি কেজি ৯৪-১০৩ টাকা আর কাটা ১৬৫-১৭০ টাকা কেজি।