scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 1/8

Chicken Price Hike: ফেব্রুয়ারি মাসে চিকেনের দাম বেশ কিছুটা কমেছিল। কিন্তু গত মাসের শেষ সপ্তাহ থেকেই মুরগির মাংসের চাহিদা আর দাম বাড়তে শুরু করেছে। গত এক মাসে কেজিতে প্রায় ৬৫-৭০ টাকা বেড়ে গিয়েছে চিকেনের দর।

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 2/8

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে চিকেনের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। গত ১০ দিনে কেজিতে প্রায় ৫৫-৬০ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম, এক সপ্তাহের মধ্যেই মাংসের দাম ৫০ টাকা বেড়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক সোমবার (০৬ ফেব্রুয়ারি, ২০২৩) কোন জেলায় চিকেনের দাম কত যাচ্ছে...

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 3/8

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৫৩-১৬১ টাকা, চিকেন (কাটা) ২৪৫-২৫০ টাকা কেজি। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৪৪-১৫১ টাকা, চিকেন (কাটা) ২৩৫-২৪০ টাকা কেজি।

Advertisement
Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 4/8

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৩৯-১৪৪ টাকা আর কাটা ২৩০-২৩৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৩৮-১৪৪ টাকা আর কাটা মাংসের দাম ২৩০-২৩৫ টাকা কেজি।

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 5/8

হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫-২৪০ টাকা কেজি। নদিয়ায় গোটা চিকেনের দাম কেজিতে ১৪২-১৪৮ টাকা আর কাটা মাংসের দাম ২৩০-২৩৫ টাকা কেজি।

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 6/8

বীরভূমে চিকেনের দাম গোটা ১৩৮-১৪৪ টাকা কেজি আর কাটা ২৩০-২৩৫ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১৪০-১৪৬ টাকা আর কাটা ২৩৫-২৪০ টাকা কেজি।

Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 7/8

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১৩৩-১৩৯ টাকা কেজি আর কাটা ২২০-২২৫ টাকা কেজি। কোচবিহার, জলপাইগুড়িতে চিকেনের দাম (গোটা) প্রতি কেজি ১২৬-১৩৩ টাকা আর কাটা ২১০-২১৫ টাকা কেজি।

Advertisement
Chicken Price Hike: দোলের আগে অগ্নিমূল্য চিকেন; ৭ দিনে কেজিতে ৫০ টাকা বেড়েছে দাম
  • 8/8

শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কেজিতে ১৩০-১৩৮ টাকা আর কাটা মাংসের দাম ২২০-২২৫ টাকা কেজি। দার্জিলিংয়ে চিকেন গোটা ১৩৩-১৪৩ টাকা কেজি আর কাটা ২২৫-২৩০ টাকা কেজি। আলিপুরদুয়ারে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২৬-১৩২ টাকা আর কাটা মাংস ২১০-২১৫ টাকা কেজি।

Advertisement