scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!

Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!
  • 1/7

ব্যাঙ্ক বা পোস্ট অফিসে টাকা জমিয়ে তার উপর পাওয়া সামান্য সুদে একটু একটু করে সঞ্চয় বাড়াতে চাওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে টাকা কোথাও বিনিয়োগ করে বাড়তি সুদে খাটানোর ঝুঁকি নিতে চান না অধিকাংশ মধ্যবিত্ত।

Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!
  • 2/7

লোকসানের ভয়ে বাড়তি সুদের আশা করেন না অধিকাংশ আম জনতা। তবে যদি শোনেন, ১০ হাজার টাকা বিনিয়োগ করে এক বছরে ৪ লক্ষ ২০ হাজার টাকা রিটার্ন পাওয়া গিয়েছে! অবিশ্বাস্য মনে হচ্ছে? না, কোনও চিট ফান্ডের ভুয়ো প্রলোভন নয়। মাত্র এক বছরে ৪,২০০ শতাংশ রিটার্ন দিয়েছে গীতা রিনিউয়েবল এনার্জির শেয়ার!

Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!
  • 3/7

বিকল্প শক্তির ব্যবহারে বিদ্যুতের উৎপাদনই হল গীতা রিনিউয়েবল এনার্জির মূল কাজ। বিগত এক বছরে এই সংস্থার শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কেউ যদি এক বছর আগে এই সংস্থার শেয়ারে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে বর্তমানে তিনি ৪ লক্ষ ২০ হাজার টাকা রিটার্ন পেতেন!

Advertisement
Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!
  • 4/7

বিগত এক বছরে এই বিএসই তালিকাভুক্ত স্টকে বিনিয়োগ করা হয়েছে। গীতা রিনিউয়েবল এনার্জির প্রতিটি ইক্যুইটি শেয়ারের দাম ৫ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২৩৩ টাকা ৫০ পয়সা হয়ে গিয়েছে।

Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!
  • 5/7

বিগত পাঁচটি ট্রেড সেশনে গীতা রিনিউয়েবল এনার্জির শেয়ারের দাম ২১.৫০ শতাংশ বেড়েছে। শেষ এক মাসে এই সংস্থার শেয়ারের দাম ১৭৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!
  • 6/7

এক মাস আগেই গীতা রিনিউয়েবল এনার্জির শেয়ারের দাম ৮৮ টাকা ২০ পয়সা করে ছিল। মাত্র এক মাসেই তা সংস্থার শেয়ার দর ১৬৫ শতাংশ বেড়ে গিয়েছে। একই ভাবে মাত্র ৬ মাস আগেই সংস্থার প্রতিটি শেয়ারের দাম মাত্র ২৯ টাকা ৪০ পয়সা ছিল।

Investment: ১০ হাজার টাকা বিনিয়োগ, এক বছরে রিটার্ন ৪ লক্ষ ২০ হাজার টাকা!
  • 7/7

গীতা রিনিউয়েবল এনার্জির শেয়ারের চাহিদা এখনও ঊর্ধ্বমুখী! এক মাস আগেও কোনও বিনিয়োগকারী যদি এই সংস্থার শেয়ারে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, সে ক্ষেত্রে বর্তমানে তাঁর মূলধন বেড়ে প্রায় ২৬,৪৭৪ টাকা হয়ে যেত। তবে যে কোনও বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শের পাশাপাশি নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া জরুরি।

Advertisement