করোনার জোরে দ্বিতীয় দফায় সিলেবাস কমিয়েছে ICSE বোর্ড। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।
মূলত, অনলাইন ক্লাসে সব ছাত্র-ছাত্রীদের আনা যাচ্ছে না বলেই দশম ও দ্বাদশ শ্রেণির কেমিস্ট্রি, ফিজিক্স, অঙ্ক, বায়োলজি, ইকোনমিক্স, ইংরেজির মতো বিষয়গুলিতে সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
করোনার জোরে অনলাইন ক্লাসে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে অধিকাংশ বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল-এর সিলেবাস কমানো হয়েছিল। তবে এ বার প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে ICSE বোর্ড।
সূত্রের খবর, চলতি বছরেই ICSE বোর্ড ঘোষণা করে, ২০২১-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কয়েকটি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর প্রজেক্ট ওয়ার্ক হিসেবে ধরা হবে।