scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Covid টিকার Booster Dose দেওয়া চলছে, কীভাবে-কতদিন পর নিতে হবে?

Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 1/8

গত ১০ জানুয়ারি থেকে দেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কথা বলেছেন। এছাড়াও, ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ ৬০ বছরের বেশি বয়সী বয়স্কদেরও দেওয়া হবে।

Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 2/8

দেশে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের সংখ্যা প্রায় ৩ কোটি। এ ছাড়াও, গুরুতর রোগে ভুগছেন এমন ষাটোর্ধ্বদেরও তৃতীয় ডোজ দেওয়া হবে। দেশের প্রবীণরা চিকিৎসকের পরামর্শে করোনার তৃতীয় তৃতীয় ডোজটি নিতে পারেন।

Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 3/8

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ভ্যাকসিনের দ্বিতীয় আর তৃতীয় ডোজের মধ্যে অন্তত ৯ মাসের ব্যবধান থাকতেই হবে। অর্থাৎ, আপনি যদি ২০২১-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ পেয়ে থাকেন, তাহলে আপনি তৃতীয় ডোজ নিতে পারেন।

Advertisement
Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 4/8

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, তৃতীয় ডোজের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু বুস্টার ডোজ নিতে চিকিৎসকের কোনও রকম অনুমতিপত্রের প্রয়োজন হবে না।

Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 5/8

যাঁরা কভিডের বুস্টার ডোজ নিতে পারেন, CoWin প্ল্যাটফর্ম থেকে একটি মেসেজ পাঠানো হবে তাঁদের নথিভুক্ত মোবাইল নম্বরে। মেসেজ পাওয়ার পরে, তিনি Cowin এ টিকার তৃতীয় ডোজের জন্য নাম নথিভুক্ত করাতে পারেন।

Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 6/8

তবে বুস্টার ডোজ নিতে রেজিস্ট্রেশন না করালেও চলবে। সরাসরি টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। নীকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এ বিষয়ে তথ্য পাবেন বা আবেদন জানানো যাবে।

Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 7/8

CoWin প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন না করি সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে কভিডের বুস্টার ডোজ নিতে হলে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো যে কোনও একটি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Advertisement
Covid-19 Booster Dose: টিকার ততীয় ডোজ কারা, কীভাবে পাবেন? জেনে নিন
  • 8/8

তৃতীয় ডোজে কি যে কোনও সংস্থার টিকা নেওয়া যেতে পারে? না। কেউ যদি Covishield-এর প্রথম দুটি ডোজ নিয়ে থাকেন, তাহলে তৃতীয় ডোজেও Covishield দেওয়া হবে। একইভাবে, যদি প্রথম দুটি ডোজ Covaxin নেওয়া হয়ে থাকে, তাহলে তৃতীয় ডোজটিও Covaxin-ই দেওয়া হবে।

Advertisement