scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই! জেনে নিন খুঁটিনাটি

Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 1/8

দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বেড়াতে গেলে লাগবে কোভিড টেস্টের রিপোর্ট। এমনই নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 2/8

এবার থেকে দিঘা, মন্দারমণি-সহ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের থাকতে হলে দিতে হবে ডবল ডোজের ভ্যাকসিনেশনের প্রমাণপত্র। অথবা জমা দিতে হবে করোনার পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। না হল দিঘায় আসা চলবে না।

Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 3/8

কিন্তু পর্যটকদের সুবিধার কথা ভেবে এবার দিঘা গিয়েই Covid পরীক্ষার ব্যবস্থা করেছে সেখানকার হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। দিঘাতেই এবার পর্যটকদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 4/8

বুধবার থেকেই দু’টি পৃথক কেন্দ্র থেকে দিঘায় আগত পর্যটকদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ওই দু’টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকদের নুমনা পরীক্ষা করা হবে।

Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 5/8

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার অ্যাসোসিয়েশন অফিস এবং একঘর-কামিনি ব্লক হেল্থ সেন্টার— এই দু’টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকদের নুমনা পরীক্ষা করা হচ্ছে। এই দুই কেন্দ্র থেকে Covid Antigen tests করিয়ে সঙ্গে সঙ্গেই হাতে রিপোর্ট পেয়ে যাবেন পর্যটকরা।

Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 6/8

এই উদ্যোগের ফলে বাংলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় এক ধাক্কায় অনেকটাই বাড়বে বলে আশা করছেন পর্যটন-নির্ভর বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয়দের একাংশ।

Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 7/8

তবে এই উদ্যোগে একইসঙ্গে দিঘায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও করছেন অনেকে! কারণ, এখন পর্যটকরা কোভিড পরীক্ষা না করিয়েই পৌঁছে যাবেন দিঘায়। সেখানে রিপোর্ট পজেটিভ এলে তাঁরা হোটেলে জায়গা পাচ্ছেন না ঠিকই, কিন্তু তাঁদের সংস্পর্শে এসে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

Advertisement
Digha: পর্যটকদের জন্য এবার Covid পরীক্ষাকেন্দ্র চালু হল দিঘাতেই!
  • 8/8

তবে দিঘা, মন্দারমনি, শঙ্করপুর বা তাজপুরে রাত্রিবাস না করে শুধু সারাদিনের জন্য ঘুরতে গেলে ভাক্সিনেশন সার্টিফিকেট বা কোভিড রিপোর্ট বাধ্যতামূলক নয়। তবে এ ক্ষেত্রেও মাস্ক পরা-সহ অন্য সব করোনা সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এখানে আসা পর্যটকদের।

Advertisement