scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

মার্চ থেকে শুরু আম জনতার করোনার টিকাকরণ! সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?

Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 1/9

দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ, স্বাস্থ্যকর্মী আর ফ্রন্ট লাইন ওয়ার্কারদের পর এ বার প্রায় ২৭ কোটি আমজনতার টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে দেশজুড়ে।

Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 2/9

দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে করোনার দুটি প্রতিষেধক— অক্সফোর্ড-AstraZeneca-র তৈরি Covishield এবং ভারত বায়োটক (Bharat Biotech) ও ICMR-এর যৌথ উদ্যোগে তৈরি Covaxin দেওয়া হচ্ছে দেশের স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, পুরকর্মী, সাফাইকর্মী-সহ সমস্ত ফ্রন্ট লাইন ওয়ার্কারদের।

Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 3/9

আগামী ১ মার্চ থেকে দেশজুড়ে আমজনতার জন্য করোনার গণ টিকাকরণ শুরু হতে চলেছে। এ বার পালা দেশের প্রবীণ নাগরিকদের। 

Advertisement
Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 4/9

কিন্তু জানেন কি করোনার টিকা নেওয়ার জন্য কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 5/9

এখন করোনার টিকা দেওয়া হচ্ছে দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, পুরকর্মী, সাফাইকর্মী, নগরোন্নয়ন দপ্তরের কর্মী-সহ দেশের সামনের সারির করোনা যোদ্ধাদের। এর পর টিকা দেওয়া হবে দেশের প্রবীণ নাগরিকদের যা ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা।

Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 6/9

টিকা নেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত করাতে না হলেও বাকিদের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে নিজেরাই নাম নথিভুক্ত করতে পারবেন। CoWin অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে।

Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 7/9

এর জন্য Google Play Store বা Apple App Store থেকে CoWin অ্যাপ নিজের স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে।

Advertisement
Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 8/9

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে।

Covid Vaccination: সঙ্গে কী কী নথিপত্র রাখতে হবে জানেন?
  • 9/9

নাম নথিভুক্ত করার পর টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Advertisement