ভারতে এখনও আইনী স্বীকৃতি পায়নি Cryptocurrency। তবে এখনও নিসিদ্ধ নয় এই ডিজিটাল বা ভার্চুয়াল মূদ্রা। ক্রমশ চাহিদা আর জনপ্রিয়তা বাড়ছে ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency)।
বিনিয়োগকারীরা এই ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) মাধ্যমে মোটা মুনাফারও মুখ দেখছেন অনেকে। Bitcoin হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে পরিচিত Cryptocurrency। বর্তমানে একেকটি Bitcoin-এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা!
এই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে অনেকেই কয়েক মিনিটে লক্ষ লক্ষ টাকা মুনাফারও মুখ দেখছেন। ভারতে এখনও আইনী স্বীকৃতি না থাকায় Cryptocurrency সম্পর্কে আয়কর দফতরও কিছু বলছে না।
ক্রিপ্টোকারেন্সিতে (Cryptocurrency) কত শতাংশ কর দিতে হয় তা-ও অজানা অনেকেরই। অথচ, মোটা মুনাফার আকর্ষণে অনেকেই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চাইছেন।
আয়কর বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টোকারেন্সিতে (Cryptocurrency) বিনিয়োগ করতেই পারেন, তবে এর থেকে উপার্জিত অর্থের আয়কর দিতে হবে না, এমনটা ভাবার কোনও কারণ নেই!
দেশের আয়কর আইন অনুযায়ী, যে সমস্ত ক্ষেত্রে আয়কর ছাড়ের সরকারি নির্দেশ রয়েছে, সেগুলি ছাড়া যে কোনও ধরনের আয়ের ক্ষেত্রেই কর দিতে হবে।