দীর্ঘ প্রায় ১০ বছরের প্রতীক্ষার অবসান হল। সোমবার ভার্চুয়াল মাধ্যমে কলকাতা মেট্রোর সম্প্রসারিত অংশ বরাহনগর এবং দক্ষিণেশ্বর স্টেশনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নোয়াপাড়ার সঙ্গে জুড়ছে উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের বরাহনগর এবং দক্ষিণেশ্বর স্টেশনগুলি। ২০১০-’১১ অর্থবর্ষে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের কাজ শুরুর সময় এর জমি নিয়ে নানা জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে দক্ষিণেশ্বর থেকে চলাচল করবে মেট্রো।
সোমবার উদ্বোধন হলেও যাত্রীদের জন্য বরাহনগর এবং দক্ষিণেশ্বর স্টেশনগুলি চালু হচ্ছে মঙ্গলবার থেকে। শহরের মেট্রোপথ আগের থেকে দীর্ঘ হলেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। ফলে কবি সুভাষ থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বরে!
এই মুহূর্তে কবি সুভাষ এবং দমদমের মধ্যে সারাদিনে ২৪৪টি ট্রেন চলে। কলকাতা মেট্রো সূত্রে খবর, সারা দিনে সব ক’টি ট্রেন উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে না।
কলকাতা মেট্রো সূত্রে খবর, সপ্তাহের কাজের দিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপ-ডাউনে মোট ৭৯ জোড়া ট্রেন চলবে।
দক্ষিণেশ্বর থেকে বরাহনগর যেতে ৫ টাকা ভাড়া লাগবে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপা়ড়া যেতে ভাড়া লাগবে ১০ টাকা।
দক্ষিণেশ্বর থেকে দমদম এবং বেলগাছিয়ায় যাওয়া যাবে ১৫ টাকায়। যতীন দাস পার্ক পর্যন্ত সব স্টেশনের জন্য মেট্রোর ভাড়া ২০ টাকা।
কলকাতা মেট্রো সূত্রে খবর, সকাল ৭টা ৩০ মিনিটেই দক্ষিণেশ্বর থেকে ছাড়বে দিনের প্রথম মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য শেষ মেট্রো ধরা যাবে রাত ৯টা ৩০ মিনিটে।