দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে বর্তমানে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার সামান্যই। সেই তুলনায় বেসরকারি ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে কিছুটা বেশি সুদ পাওয়া যায়।
অনেকেরই ধারনা, দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায়। তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। সমস্ত ব্যাঙ্কেই ১ বছরের তুলনায় ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম।
বর্তমানে প্রায় সমস্ত ব্যাঙ্কেই ৫ বছরের তুলনায় ১ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার অন্তত ০.৫০ শতাংশ বেশি। এ ক্ষেত্রে তাই ১ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করাটাই বুদ্ধিমানের কাজ!
বর্তমানে এ দেশে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে যে সমস্ত ব্যাঙ্ক আকর্ষণীয় সুদ দিচ্ছে, তার মধ্যে অন্যতম হল DCB ব্যাঙ্ক। ৩ ডিসেম্বর, ২০১৯ থেকে কার্যকর হওয়া নতুন সুদের হার ৯.৯২ শতাংশ।
ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে একটি মাত্র আমানতের (২ কোটি টাকার কম বিনিয়োগে) অর্থের ৫ বছরের বেশি থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৯.৯২ হারে রিটার্ন দিচ্ছে DCB ব্যাঙ্ক। ছবি: DCB ব্যাঙ্কের টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।