scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Condom: ১৩৩ কোটির ভারতে মাত্র ৫.৬ শতাংশই কনডোম ব্যবহার করেন!

Condom: ১৩৩ কোটির ভারতে মাত্র ৫.৬ শতাংশই কনডোম ব্যবহার করেন!
  • 1/5

পরিসংখ্যান বলছে, করোনা মহামারির শুরু থেকে লকডাউনের সময় দেশে কনডোম বিক্রি প্রায় ৩৫ শতাংশ কমেছে। এমনিতেও ভারতে কনডোম বিক্রির হার বেশ কম। তার উপর মহামারির আতঙ্কে ভাটা পড়ে আম জনতার যৌনজীবনে।

Condom: ১৩৩ কোটির ভারতে মাত্র ৫.৬ শতাংশই কনডোম ব্যবহার করেন!
  • 2/5

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (National Family Health Survey) রিপোর্ট অনুযায়ী, দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী ৮০ শতাংশ তরুণই সঙ্গমের সময় কনডোম ব্যবহার করেন না।

Condom: ১৩৩ কোটির ভারতে মাত্র ৫.৬ শতাংশই কনডোম ব্যবহার করেন!
  • 3/5

দেশের ২৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় ৬৫ শতাংশ যুবক সঙ্গমের সময় কনডোম ব্যবহার করেন না। শুধু তাই নয়, ভারতের মোট জনসংখ্যার মাত্র ৫.৬ শতাংশ মানুষই সঙ্গমের সময় কনডোম ব্যবহার করেন।

Advertisement
Condom: ১৩৩ কোটির ভারতে মাত্র ৫.৬ শতাংশই কনডোম ব্যবহার করেন!
  • 4/5

চটকদার বিজ্ঞাপন, নানা ফ্লেভার, রং এবং টেক্সচার যুক্ত হওয়ার পরেও ভারতে কনডোম বিক্রি ও ব্যবহার তেমন একটা বাড়েনি। সরকারি উদ্যোগে বিনামূল্যে কনডোম বিতরণেও এ দেশে এখনও সঙ্গমের সময় এটির ব্রাত্যই রয়েছে।

Condom: ১৩৩ কোটির ভারতে মাত্র ৫.৬ শতাংশই কনডোম ব্যবহার করেন!
  • 5/5

একটি পরিসংখ্যান বলছে, করোনা মহামারী শুরু ঠিক আগের বছরই দেশে সারা বছরে মোট ১,৫২১ কোটি টাকার কনডোম বিক্রি হয়েছে। সংখ্যার দিক দিয়ে হিসাব করলে ২০১৯-’২০-তে সারা দেশে সর্বসাকুল্যে ২০০ কোটি পিস কনডোম বিক্রি হয়েছে। মহামারির ধাক্কায় তা-ও এখন ৩৫ শতাংশ কমেছে।

Advertisement