scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

কলকাতার কোন রুটে কোন বাস, জেনে নিন খুঁটিনাটি: আজ তৃতীয় পর্ব

Details Bus Route of Kolkata
  • 1/5

নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ তৃতীয় পর্ব...

Details Bus Route of Kolkata
  • 2/5

32A নম্বর বাস: দক্ষিণেশ্বর থেকে সল্টলেক টেকনোপলিস, 34B নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে ডানলপ, 34B/1 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে পার ডানকুনি, 34C নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে নওয়াপাড়া / দম দম ক্যান্টনমেন্ট (প্রমোদ নগর), 37 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে ঢাকুরিয়া।

Details Bus Route of Kolkata
  • 3/5

37A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে নয়াবাদ (গড়িয়া), 39 নম্বর বাস: পিকনিক গার্ডেন থেকে হাইকোর্ট, 39A/2 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে ভিআইপি বাজার, 39A/2 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে ভোজেরহাট, 40A নম্বর বাস: বাবুঘাট থেকে জুলপিয়া, 40B নম্বর বাস: ঠাকুরপুকুর থেকে বাবুঘাট, 41 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে লায়ালকা, 41B নম্বর বাস: হাই কোর্ট থেকে নেতাজী নগর।

Advertisement
Details Bus Route of Kolkata
  • 4/5

42A নম্বর বাস: পিকনিক গার্ডেন থেকে বিচালিঘাট, 42B নম্বর বাস: বেলেঘাটা সেল্স ট্যাক্স থেকে বিচালিঘাট, 43 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে বণহুগলি, 43/1 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে আড়িয়াদহ, 44 নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে বাগুইহাটি, 44A নম্বর বাস: হাওড়া স্টেশন থেকে সল্টলেক, 45 নম্বর বাস: পাটুলি থেকে এয়ারপোর্ট ১ নম্বর গেট।

Details Bus Route of Kolkata
  • 5/5

45A নম্বর বাস: গৌরীপুর থেকে গড়িয়া রেল স্টেশন, 45B নম্বর বাস: বিল্ডিং মোড় থেকে গড়িয়া রেল স্টেশন, 46 নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে এয়ারপোর্ট ১ নম্বর গেট, 46B নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে আকাঙ্ক্ষা, 47 নম্বর বাস: লেক টাউন থেকে নিউ টাউন, 47B নম্বর বাস: লেক টাউন থেকে রুবি হাসপাতাল, 47/1 নম্বর বাস: টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে সল্টলেক ১২ নম্বর জলের ট্যাঙ্ক।

Advertisement