নিউ নর্মালে অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে পা রাখতে শুরু করেছেন। কিন্তু মাস ছয়-সাতেক পর অনেকরই খেয়াল নেই অথবা জানেন না যে কলকাতার কোন রুটে কোন বাস চলছে বা কোন বাসের রুট বদলেছে। চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আজ পঞ্চম পর্ব...
80A নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে গড়িয়া বাসস্ট্যান্ড, 80B নম্বর বাস: এসপ্ল্যানেড থেকে গড়িয়া বাসস্ট্যান্ড, 81 নম্বর বাস: বারাসত থেকে ব্যারাকপুর ফিশারি গেট, 83 নম্বর বাস: বাবুঘাট থেকে ফলতা, 85 নম্বর বাস: ব্যারাকপুর কোর্ট থেকে কাঁচরাপাড়া, 87 নম্বর বাস: বারাসত থেকে জাগুলি, 87A নম্বর বাস: বারাসত থেকে নৈহাটি।
88 নম্বর বাস: বারাসত থেকে কাঁচরাপাড়া, 91 নম্বর বাস: শ্যামবাজার থেকে ভাঙ্গর, 91A নম্বর বাস: শ্যামবাজার থেকে হাড়োয়া, 91B নম্বর বাস: শ্যামবাজার থেকে ভোজেরহাট, 91C নম্বর বাস: শ্যামবাজার থেকে লাউহাটি, 92 নম্বর বাস: বনগাঁ থেকে বয়রা, 92A নম্বর বাস: বনগাঁ থেকে দত্তফুলিয়া।
93 নম্বর বাস: বাগবাজার থেকে খয়ড়িবাড়ি, 94 নম্বর বাস: ডায়মন্ড হারবার থেকে নামখানা, 95 নম্বর বাস: বনগাঁ থেকে অশোকনগর, 96C নম্বর বাস: বনগাঁ থেকে বেরিগোপালপুর ঘাট, 96D নম্বর বাস: বনগাঁ থেকে দত্তফুলিয়া, 201 নম্বর বাস: নিমতা থেকে সল্টলেক নিক্কো পার্ক, 202 নম্বর বাস: নাগরবাজার থেকে সায়েন্স সিটি।