scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ধনতেরাসে কেন্দ্রের উদ্যোগে অবিশ্বাস্য দামে মিলছে সোনা কেনার সুযোগ!

ধনতেরাসে সস্তায় সোনায় বিনিয়োগ
  • 1/5

কেন্দ্রীয় সরকারের সার্বভৌম স্বর্ণ বন্ড স্কিম ৯ নভেম্বর থেকে ধনতেরাস উপলক্ষে শুরু হতে চলেছে। এই প্রকল্পে আসলে সস্তায় সোনায় বিনিয়োগ করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

ধনতেরাসে সস্তায় সোনায় বিনিয়োগ
  • 2/5

ধনতেরাসের উৎসব শুরু হতে চলেছে। এই উপলক্ষে সোনার কেনাকাটাকে শুভ মনে করা হয়। এই কারণেই মানুষ এই দিনটির জন্য অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করেন। এ বার ধনতেরাস উপলক্ষে সস্তায় সোনা কেনার সুযোগ করে দিচ্ছে কেন্দ্র সরকার। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক...

ধনতেরাসে সস্তায় সোনায় বিনিয়োগ
  • 3/5

এই প্রকল্পের আওতায় ১ গ্রাম থেকে ৪ কেজি পর্যন্ত স্বর্ণ বন্ড সোনার বাজার দরের তুলনায় কম দামে কেনার সুযোগ পাবেন। এই স্বর্ণ বন্ডের মেয়াদ ৮ বছর। তবে ৫ বছর পর এই স্বর্ণ বন্ডের অর্থ প্রত্যাহারের বিকল্পও পাবেন বিনিয়োগকারীরা।

Advertisement
ধনতেরাসে সস্তায় সোনায় বিনিয়োগ
  • 4/5

রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, এ বার প্রতি স্বর্ণ বন্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,১৭৭ টাকা প্রতি গ্রাম। তবে প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৫,১২৭ টাকা।

ধনতেরাসে সস্তায় সোনায় বিনিয়োগ
  • 5/5

এই স্বর্ণ বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘর যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে স্বর্ণ বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ।

Advertisement