Advertisement
ইউটিলিটি

Fuel Prices Today: ৩১ দিন পর সস্তা হল ডিজেল! জানুন আজ কত যাচ্ছে পেট্রোলের দাম

  • 1/10

বর্তমানে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। তবুও ১৫ এপ্রিলের পর আর দাম কমেনি পেট্রোলের। জুলাই মাসে মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! তবে ৩১ দিন পর সামান্য সস্তা হল ডিজেল।

  • 2/10

বিগত ৩০ দিন দেশজুড়ে তেলের দাম অপরিবর্তিত ছিল। কিন্তু এক মাস আগেই একশো টাকা পার করা পেট্রোলের দাম এখনও কমেনি। পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানো অসম্ভব, এ কথা স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাই দাম কমার অপেক্ষায় দিন গুণছেন সাধারণ মানুষ।

  • 3/10

৭ জুলাই থেকে একশো টাকা পার করেছে পেট্রোল, ডিজেলের দামও একশো ছুঁই ছুঁই! জ্বালানির দামে জ্বলছে গোটা দেশ। দিল্লিতে আজ ডিজেলের দাম লিটারে ২০ পয়সা কমেছে। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…

Advertisement
  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৬৭ পয়সা (২০ পয়সা কমেছে)।

  • 5/10

কলকাতায় বুধবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯২ টাকা ৮২ পয়সা (২০ পয়সা কমেছে)।

  • 6/10

মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ২৪ পয়সা (২১ পয়সা কমেছে)।

  • 7/10

বুধবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ২০ পয়সা (১৯ পয়সা কমেছে)।

Advertisement
  • 8/10

এই চার মহানগর ছাড়াও মোহালিতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৩ টাকা ৮৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৬১ পয়সা (২০ পয়সা কমেছে)।

  • 9/10

বেঙ্গালুরুতে বুধবার এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা প্রতি লিটার (২১ পয়সা কমেছে)।

  • 10/10

লখনউতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ০৬ পয়সা প্রতি লিটার (২০ পয়সা কমেছে)।

Advertisement