ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মনে রাখতে সমস্যা হয়! ১৩ থেকে ১৬ ডিজিটের বিরাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মনে রাখতে অনেকেরই অসুবিধা হয়। তবে সহজেই এই সমস্যার সমাধান সম্ভব! মোবাইল নম্বরের মতো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও বেছে নেওয়া যায়।
নিজের জীবনের কোনও স্মরণীয় দিন বা তারিখ মনে রাখার সুবিধার জন্য জুড়ে দেওয়া যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে। এতে মনে রাখতে সুবিধা হবে এক হাত লম্বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও!
অধিকাংশ ভারতীয়ের জীবনে নম্বর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু কিছু নম্বর একজন মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। সেটা তাঁর লাকি নম্বর, প্রিয় গাড়ির নম্বর প্লেট, জন্মদিন অথবা বিয়ের তারিখ, একটা স্মরণীয় ফোন নম্বর ইত্যাদি হতে পারে।
নিজের পছন্দ মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বেছে নেওয়ার সুবিধা এ বার চালু করা হল জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে। সারা ভারতের গ্রাহকদের জন্য “নিজের নম্বর নিজে বেছে নিই” ফিচার লঞ্চ করল জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ফিচার ব্যাঙ্কের বর্তমান এবং নতুন গ্রাহকদের নিজেদের পছন্দের নম্বরকে সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট নম্বর করে নেওয়ার স্বাধীনতা দিচ্ছে।
সংখ্যা নিয়ে ভালবাসা আর আবেগ মনে রেখে জানা স্মল ফাইন্যান্স ব্যাংক এই ফিচারের দ্বারা গ্রাহককে তাঁর প্রিয় নম্বরকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের শেষ দশটা অঙ্ক করে নেওয়ার সুযোগ দেবে। গ্রাহকের পছন্দ করা নম্বর তিনি পাবেন কিনা তা নির্ভর করবে ওই নম্বর খালি আছে কিনা তার উপর।
এ ব্যাপারে অজয় কাঁওয়াল, এমডি এবং সিইও, জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বলেন, “আমরা লক্ষ করেছি যে গ্রাহকরা চান ব্যাঙ্কিং সহজ এবং ব্যক্তিগত হোক। এই নতুন ফিচার গ্রাহকদের ব্যাঙ্কের সাথে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে সাহায্য করবে কারণ তাঁরা শুভ বা লাকি নম্বর পছন্দ করার সুযোগ পাবেন জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে আমরা প্রত্যেক গ্রাহকের প্রয়োজন মেটাতে আলাদাভাবে তৈরি সমাধান জোগাতে প্রতিজ্ঞাবদ্ধ।”
জানা স্মল ফাইন্যান্স ব্যাংক ছাড়াও পছন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বেছে নেওয়ার সুবিধা রয়েছে ICICI Bank, HDFC Bank, IndusInd Bank-এর মতো বড় ব্যাঙ্কিং প্রতিষ্ঠানেও। ICICI Bank-এর ক্ষেত্রে শেষ ৬টি ডিজিট নিজের পছন্দ মতো বেছে নিতে পারেন গ্রাহক।