Advertisement
ইউটিলিটি

Fine For Crossing Railway Tracks: রেল লাইন পারপারের সময় কানে ফোন! কত টাকা জরিমানা হবে জানেন?

  • 1/8

কানে ফোন নিয়ে রেল লাইন পারপারের সময় কম দুর্ঘটনা ঘটে না! রেল পুলিসের হিসাব বলছে, শিয়ালদহ রেল পুলিসের বিভিন্ন জিআরপি থানা এলাকায় প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২০টি দুর্ঘটনা ঘটছে মূলত এই গাফিলতির কারণেই।

  • 2/8

কানে ফোন না থাকলেও ইয়ারফোন লাগিয়ে গান শোনা বা মোবাইল গেম খেলায় মত্ত থাকায় ট্রেনের হর্ন না শুনে, না দেখে লাইন পারাপার করতে গিয়েও দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অনেককেই।

  • 3/8

সচেতনামূলক প্রচার করা সত্ত্বেও গত একবছরে এই মোবাইলের জন্য তিনশোরও বেশি দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন যাত্রীরা। প্রতিটি ক্ষেত্রেই মৃত্যু হয়েছে অসতর্কভাবে লাইন পেরাতে গিয়ে।

Advertisement
  • 4/8

সচেতনামূলক প্রচারে, মাইকিংয়ে কাজ না হলে এবার জরিমানার পথে হাঁটতে চলেছে রেল। রেল লাইন প্রয়োগ করে জরিমানা নেওয়া হবে অবৈধভারে রেল লাইন পারাপার করা যাত্রীদের থেকে।

  • 5/8

পার্ক সার্কাস, বালিগঞ্জ, যাদবপুর, উল্টোডাঙা, দমদম, বারাকপুর, রানাঘাট, বারাসত, বনগাঁর মতো বেশ কয়েকটি রেল স্টেশনকে চিহ্নিত করে নজরদারি বাড়ানো হচ্ছে।

  • 6/8

রেললাইনের পাশে বসে তাস-লুডোর মতো নানা ধরনের গেম খেলেন স্টেশন বা রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দারা। অনেক সময় তাঁরাও দুর্ঘটনার শিকার হন। এই বিষয়গুলিতেও এবার নজরদারি বাড়ানো হবে।

  • 7/8

কানে ফোন নিয়ে রেল লাইন পারপারের সময় ধরা পড়লে কত জরিমানা নেওয়া হতে পারে? রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, এ ক্ষেত্রে রেল লাইনে অবৈধ ভাবে প্রবেশের ধারায় কেস রুজু করে ৫০০ টাকা জরিমানা করা হবে।

Advertisement
  • 8/8

রেল পুলিস কর্তাদের বিশ্বাস, রেল লাইন পারপারের ক্ষেত্রে ৫০০ টাকার কেস দেওয়া চালু হয়ে গেলে করে জরিমানার ভয়ে আইনভাঙার প্রবণতা কমবে। ফলে দুর্ঘটনার আশঙ্কা আর সংখ্যা— দুটোই কমে যাবে বলে আশা রেল পুলিস কর্তাদের।

Advertisement