scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!

Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 1/8

সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, Post Office-এর নগদ লেনদেনে নিয়ম বদলাতে চলেছে। ১ এপ্রিল, ২০২১-এর পর থেকে টাকা তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রেও বাড়তি চার্জ যুক্ত হতে চলেছে।

Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 2/8

ওই প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে, Post Office-এর একাধিক নিয়ম বদলাতে চলেছে। India Post Payment Banks এখন থেকে টাকা জমা করলেও AEPS-এ চার্জ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ছিল গোটা দেশে।

Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 3/8

ওই সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, Basic Savings Account থাকলে ৪ বার টাকা তোলার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না। তবে চার বারের বেশি লেনদেন করলে ২৫ টাকা বা ০.৫ শতাংশ চার্জ দিতে হবে। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।

Advertisement
Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 4/8

ওই সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, Savings আর Current অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে কোনও রকম চার্জ ছাড়াই। ২৫,০০০ টাকার বেশি তুলতে গেলেই দিতে হবে ২৫ টাকা অতিরিক্ত চার্জ।

Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 5/8

শুধু তাই নয়, ওই প্রতিবেদনগুলিতে আরও দাবি করা হয়, ১০,০০০ টাকা পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না। এর বেশি টাকা জমা দেওয়ার সময় ২০ টাকা থেকে ২৫ টাকা অতিরিক্ত চার্জ লাগবে।

Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 6/8

ওই সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়া পোস্টের AEPS অ্যাকাউন্টে এই চার্জ কার্যকর হবে। Post Office-এর IPPB নেটওয়ার্কে বিনামূল্যেই সীমাহীন আর্থিক লেনদেন করা যাবে। তবে IPPB নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয়, এমন অ্যাকাউন্ট থেকে লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র ৩ বার বিনামূল্যে লেনদেন করা যাবে। যদিও এ খবর একেবারেই সত্য নয়।

Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 7/8

ওই সংবাদ মাধ্যমগুলি দাবি করে, IPPB নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয়, এমন অ্যাকাউন্ট থেকে লেনদেনের ক্ষেত্রে প্রি লিমিট শেষ হওয়ার পর প্রত্যেক লেনদেনের জন্য চার্জ দিতে হবে। এ ছাড়া মিনি স্টেটমেন্টের জন্য দিতে হবে ৫ টাকা চার্জ। এই সমস্ত চার্জের উপরে GST আর Cess যুক্ত করা হবে। যদিও সরকারি ফ্যাক্ট চেক এজেন্সি (PIB) এই খবরকে ভুয়ো বলে জানিয়েছে।

Advertisement
Post Office-এর লেনদেনের নতুন নিয়মের ভুয়ো খবর ঘিরে ছড়াল আতঙ্ক!
  • 8/8

PIB জনসাধারণকে সাবধান করে জানিয়েছে যে, সংবাদ মাধ্যমগুলিতে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়া। সরকার এ জাতীয় কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি। Post Office-এ অ্যাকাউন্টধারীদের টাকা তোলার ক্ষেত্রে কোনও শুল্ক ঘোষণা করেনি কেন্দ্র। অর্থাৎ, লেনদেনে কোনও বাড়তি চার্জ লাগবে না।

Advertisement