scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Duare Ration Job Opportunity: ‘দুয়ারে রেশন’থেকেই কর্মসংস্থান, ৪২ হাজার কর্মী নিয়োগের ঘোষণা মমতার

Duare Ration Job Oportunity
  • 1/9

বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করার কথা জানিয়েছিলেন। অর্থাৎ তৃনমূল সরকার যদি তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তাহলে রাজ্যবাসীর বাড়িতে রেশন পৌছে দেওয়া দেওয়া হবে- ভোটের আগে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

Duare Ration Job Oportunity
  • 2/9

বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করার কথা জানিয়েছিলেন। অর্থাৎ তৃনমূল সরকার যদি তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসে তাহলে রাজ্যবাসীর বাড়িতে রেশন পৌছে দেওয়া দেওয়া হবে- ভোটের আগে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

Duare Ration Job Oportunity
  • 3/9

রাজ্যের ১০ কোটির বেশি মানুষ এই পরিষেবায় সরাসরি উপকৃত হবেন বলে নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে।
 

Advertisement
Duare Ration Job Oportunity
  • 4/9

মঙ্গলবার নেতাজি ইন্ডোরে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে ছিল এই প্রকল্পের জন্য কর্মী নিয়োগের বিষয়টিও।
 

Duare Ration Job Oportunity
  • 5/9

‘দুয়ারে রেশন’ প্রকল্পের আওতায় এবার রাজ্যে আরও ৪২ হাজার চাকরির সুযোগ তৈরি হল, স্বয়ং সেকথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Duare Ration Job Oportunity
  • 6/9

ঠিক কীভাবে মিলবে এই চাকরির সুযোগ?
রাজ্যে মোট ২১ হাজার রেশন ডিলার রয়েছেন। তাহলে মোট কর্মী নিযুক্ত হবেন ৪২ হাজার।

Duare Ration Job Oportunity
  • 7/9

কত বেতন হবে?
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রেশন ডিলাররা দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কাজে ২ জন কর্মীকে নিয়োগ করতে পারবেন। কর্মী পিছু ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। সেই বেতনের অর্ধেক টাকা দেবে রাজ্য সরকার। বাকি অর্ধেক টাকা দিতে হবে রেশন ডিলারকে। এ জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ১৬০ কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন মমতা।
 

Advertisement
Duare Ration Job Oportunity
  • 8/9

মঙ্গলবার নেতাজি ইন্ডোরে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার জন্য রেশন ডিলাররা গাড়ি কিনলে এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য। প্রতি ৫০০ মিটার অন্তর দাঁড়াবে রেশনের গাড়ি। 

Duare Ration Job Oportunity
  • 9/9

এই প্রকল্পের আওতায় কীভাবে মিলবে রেশনপণ্য? 
এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী  বলেন, ‘১০ কোটির বেশি মানুষ বাড়িতে বসে নির্দিষ্ট দিনে রেশন পাবেন। ৫০০ মিটার অন্তর দুয়ারে রেশনের গাড়ি দাঁড়াবে। গাড়ি থেকে গিয়ে রেশন নিয়ে আসতে হবে। এসএমস করে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। দুয়ারে রেশন প্রকল্পে পাড়ায় পাড়ায় পৌঁছোবেন ডিলাররা।’

Advertisement