scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ

Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 1/8

রাজ্যজুড়ে ফের চালু হচ্ছে দুয়ারে সরকার পরিষেবা। একই সঙ্গে পাড়ায় সমাধানের ক্যাম্পও চালু করার দিনক্ষণ ঘোষণা করা হল আজ।

Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 2/8

আজ নবান্নতে প্রসাশনিক বৈঠক সেরে দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের পরিষেবা ফের চালু করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 3/8

রাজ্যজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প ফের চালু হচ্ছে ২১ মে থেকে, চলবে ৩১ মে পর্যন্ত। আগামী ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আবেদনপত্রগুলি প্রসেস করার কাজ শুরু হবে।

Advertisement
Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 4/8

এর আগেই শুরু হচ্ছে পাড়ায় সমাধানের পরিষেবা ক্যাম্প। আগামী ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধানের পরিষেবা ক্যাম্প। 

Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 5/8

 ২০২০ সাল থেকে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ কর্মসূচির গত তিনটি পর্যায়ে রাজ্যের কয়েক লক্ষ মানুষ নানা সুযোগ-সুবিধা পেয়েছেন। এবার ফের নতুন নাম নথিভুক্ত করার সুযোগ আসছে।

Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 6/8

গত দু’টি পর্যায়ের ‘দুয়ারে সরকার’-এ লক্ষ্মীর ভান্ডারে নাম নথিভুক্ত করার জন্য পৃথক ব্যবস্থা ছিল। লক্ষ্মীর ভান্ডার-সহ স্বাস্থ্যসাথী, নতুন কৃষকবন্ধু ইত্যাদি প্রকল্পে হাজার হাজার উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে। 

Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 7/8

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পয় এ পর্যন্ত রাজ্যের প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মহিলা উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে, ব্লক-পুরসভা পর্যায় পর্যন্ত সরকারের এত দিনের পদক্ষেপগুলির প্রচার করা হবে। 

Advertisement
Duare Sarkar-Paray Samadhan: ফের চালু হচ্ছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান; জানুন তারিখ
  • 8/8

এ দিন সব দফতরের সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন তিনি জানান, ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত উন্নয়নের পথে একাধিক কর্মসূচি হবে।

Advertisement