scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Durga Puja October 2022 Holiday List : পুজোর ১১ দিন ছাড়াও অক্টোবরে আরও কত ছুটি? রইল তালিকা

১ সেপ্টেম্বর থেকে রাজ্যে পুজোর ঘণ্টা বেজে যাবে
  • 1/9

১ সেপ্টেম্বর থেকে রাজ্যে পুজোর ঘণ্টা বেজে যাবে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সুতরাং সেদিন থেকেই পুজোর আমেজ রাজ্যজুড়ে। সেদিন কলকাতার পাশাপাশি প্রতিটি জেলায় মহামিছিল হবে। 

সেদিন ইউনেস্কোর সম্মানে মিছিল হবে কলকাতার জোড়াশাঁকো থেকে
  • 2/9

সেদিন ইউনেস্কোর সম্মানে মিছিল হবে কলকাতার জোড়াশাঁকো থেকে। তাই কার্যত হাফ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। 
 

আর পুজোর ছুটি শুরু ৩০ সেপ্টেম্বর থেকে
  • 3/9

আর পুজোর ছুটি শুরু ৩০ সেপ্টেম্বর থেকে। টানা ১১ দিন ছুটি থাকবে সরকারি কর্মীদের। একেবারে ১০ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ লক্ষ্মীপুজোর দিনও ছুটি মিলবে। 

Advertisement
ছুটির তালিকা এখানেই শেষ নয়
  • 4/9

তবে ছুটির তালিকা এখানেই শেষ নয়। কারণ অক্টোবর জুড়ে চলবে উৎসবের মরশুম। রয়েছে কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো। 
 

কালীপুজো শুরু ২৪ অক্টোবর
  • 5/9

কালীপুজো শুরু ২৪ অক্টোবর। আবার দিওয়ালি ২৫তারিখ। অর্থাৎ এই ২ দিন ছুটি থাকবে। ২৩ তারিখ আবার রবিবার। অর্থাৎ পরপর ৩ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মীরা। 
 

এরপরই ভাইফোঁটা
  • 6/9

এরপরই ভাইফোঁটা। তাই ২৭ অক্টোবর ভাইফোঁটা উপলক্ষ্যে ছুটি থাকবে। 
 

ভাইফোঁটার রেশ কাটতে না কাটতেই ছটপুজো
  • 7/9

ভাইফোঁটার রেশ কাটতে না কাটতেই ছটপুজো। ৩০ এবং ৩১ অক্টোবর জোড়া ছুটি থাকবে ছট উপলক্ষ্যে।

Advertisement
এবছর দুর্গাপুজো কমিটিগুলোর অনুদান বাড়িয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • 8/9

প্রসঙ্গত, এবছর দুর্গাপুজো কমিটিগুলোর অনুদান বাড়িয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৫০ হাজার টাকার বদলে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে পুজো কমিটিগুলোকে। 
 
 

আবার বিদ্যুতের বিলে গতবার পর্যন্ত ৫০ শতাংশ ছাড় পেত পুজো কমিটিগুলো
  • 9/9

আবার বিদ্যুতের বিলে গতবার পর্যন্ত ৫০ শতাংশ ছাড় পেত পুজো কমিটিগুলো। তবে এবার আরও ১০ শতাংশ ছাড় দেওয়ার জন্য বিদ্যুৎ কোম্পানিগুলিকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement