scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল এক্সপ্রেস ট্রেন!

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 1/9

ফের প্রবল তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)।

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 2/9

আমফানের (Amphan) বর্ষপূর্তিতেই বাংলায় ফের আতঙ্ক বাড়াচ্ছে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল ও আন্দামান দ্বীপপুঞ্জের মাঝে ফের ভারী নিম্নচাপ সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 3/9

আবহাওয়া দফতরের পূর্বাভাসে যে ইঙ্গিত মিলছে, তাতে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে! শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সুপার সাইক্লোন।

Advertisement
Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 4/9

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে সকাল সকাল পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে পৌঁছে যেতে পারে সুপার সাইক্লোন ইয়াস (Super Cyclone Yaas)। সন্ধ্যায় ওই দুই রাজ্যের স্থলভাগে আছড়ে পড়তে পারে এই সুপার সাইক্লোন।

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 5/9

সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) তাণ্ডবের আশঙ্কায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল মিলিয়ে ১৪৪টি স্পেশাল এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলি আগামী ২৪ থেকে ৩০ মে’র মধ্যে ছাড়ার কথা ছিল।

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 6/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ পূর্ব উপকূলের একাধিক রাজ্যে। এই প্রেক্ষিতে বিপর্যয় এড়াতে ওই সব রাজ্যে একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ।

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 7/9

পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেলের ২৫টি ট্রেন এবং দক্ষিণ-পূর্ব রেলের ১১৯টি ট্রেন— সব মিলিয়ে মোট ১৪৪টি স্পেশাল এক্সপ্রেস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 8/9

সুপার সাইক্লোন ইয়াসের (Super Cyclone Yaas) প্রভাবে সম্ভাব্য বিপর্যয় এড়াতে শতাধিক ট্রেন বাতিলের পাশাপাশি শিয়ালদহ, হাওড়া, সাঁতরাগাছি, শালিমার-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে শিকল দিয়ে বাঁধার কাজ চলছে।

Cyclone Yaas Effect: Yaas আতঙ্কে বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ১৪৪টি স্পেশাল ট্রেন!
  • 9/9

অপেক্ষাকৃত নিচু স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে অন্যত্র সরিয়ে আনার কাজ চলছে। পাশাপাশি পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের মোটরম্যান, গার্ড বা সিগন্যালিংয়ের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Advertisement