scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 1/10

ফের বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ! বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে এখনও দেশের একটা বড় অংশেরই করোনার টিকা নেওয়া হয়নি।

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 2/10

জানুয়ারি থেকে ভারতে করোনার টিকাকরণ পর্ব শুরু হলেও অধিকাংশ মানুষই এখনও টিকা পাননি। এই পরিস্থিতিতে ফের দীর্ঘমেয়াদী লকডাউনের আশঙ্কায় ভিন রাজ্যে খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক ঘরে ফিরতে শুরু করেছেন।

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 3/10

বাড়ন্ত করোনা সংক্রমণের জন্য দেশজুড়ে উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল পূর্ব রেল (Eastern Railway)। চলুন এ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Advertisement
Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 4/10

০২৩২৭ আপ হাওড়া-দেরাদুন স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। ট্রেনটি চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। পাশাপাশি ০২৩২৮ ডাউন দেরাদুন-হাওড়া স্পেশাল চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 5/10

হাওড়া থেকে দেরাদুনের মধ্যে যাতায়াতকারী আর একটি ট্রেনের মেয়াদও বাড়িয়ে দিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। ০২৩৬৯ আপ হাওড়া-দেরাদুন স্পেশাল ট্রেনটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। পাশাপাশি ০২৩৭০ ডাউন দেরাদুন-হাওড়া স্পেশাল চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 6/10

হাওড়া থেকে হৃষিকেশের মধ্যে যাতায়াতকারী ০৩০০৯ হাওড়া-যোগনগরী হৃষিকেশ স্পেশাল ট্রেনের মেয়াদও বাড়িয়ে দিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। এই স্পেশাল ট্রেনটি চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 7/10

১৫ এপ্রিল, বৃহস্পতিবার থেকেই উল্লেখিত স্পেশাল ট্রেনের আসন সংরক্ষণের জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। এই ট্রেনগুলির জন্য বিশেষ ভাড়া ধার্য করা হবে। বুকিংয়ের ক্ষেত্রে কনসেশন বা তৎকালের সুবিধা মিলবে না।

Advertisement
Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 8/10

গত ১৩ এপ্রিল থেকেই শিয়ালদা স্টেশন থেকে দিল্লির আনন্দ বিহার স্টেশন পর্যন্ত সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন চালু করছে পূর্ব রেল (Eastern Railway)! ট্রেনটি চলবে ২৯ জুন পর্যন্ত।

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 9/10

শিয়ালদহ থেকে প্রত্যেক মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে আপ শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেস। মোট সাড়ে উনিশ ঘণ্টার যাত্রা পেরিয়ে আপ শিয়ালদা—আনন্দবিহার সুপারফাস্ট এক্সপ্রেস দিল্লির আনন্দ বিহার টার্মিনাল স্টেশনে পৌঁছাবে পরদিন (বুধবার) সকাল ৮টা ৪০ মিনিটে।

Special Trains From Howrah Station: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, বাড়ল একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ!
  • 10/10

ডাউন আনন্দবিহার—শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস দিল্লির আনন্দবিহার থেকে প্রত্যেক বুধবার সন্ধ্যা ৮টা ২০ মিনিটে ছেড়ে শিয়ালদায় পৌঁছাবে পরের দিন বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ। 

Advertisement