scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!

আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!
  • 1/6

২২ মার্চ, সোমবার সকাল থেকে বাংলায় নতুন ট্রেন চালু করল পূর্ব রেল (Eastern Railway)। আজ থেকে শুরু হল আসানসোল-শিয়ালদহগামী একটি নতুন ট্রেনের পরিষেবা।

আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!
  • 2/6

রবিবার ছাড়া সোম থেকে শনি— সপ্তাহের বাকি ৬ দিনই চলবে আসানসোল-শিয়ালদহগামী স্পেশাল ট্রেনটি।

আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!
  • 3/6

সকাল ৬টা ৪৫ মিনিটে আসানসোল ছেড়ে এই ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। আবার বিকেলে ৫টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে এই ট্রেন আসানসোলে পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে।

Advertisement
আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!
  • 4/6

আসানসোল-শিয়ালদহগামী স্পেশাল ট্রেনটি সপ্তাহে ৬ দিন নিজের যাত্রাপথে দুর্গাপুর, বর্ধমান, রানিগঞ্জ, অন্ডাল, নৈহাটি, ব্যান্ডেল আর ব্যারাকপুর স্টেশনে থামবে।

আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!
  • 5/6

অনলাইনের পাশাপাশি রেল স্টেশনের কাউন্টারে গিয়েও এই টিকিট কাটা যাবে। তৎকাল কোটায় টিকিট মিলবে। এর ভাড়া সাধারণ মেল বা এক্সপ্রেস ট্রেনের মতোই।

আজ থেকে চালু হল আসানসোল থেকে শিয়ালদহগামী SPECIAL TRAIN!
  • 6/6

আসানসোল-শিয়ালদহগামী স্পেশাল ট্রেনটি ছাড়া আরও একটি নতুন ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। ওই ট্রেনটি চালু হচ্ছে আগামী ৩০ মার্চ থেকে। হাওড়া-আজিমগঞ্জগামী এই স্পেশাল ট্রেনটি সপ্তাহের ৭ দিনই চলবে।

Advertisement