scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Eastern railways: সোমবার থেকে শিয়ালদহ শাখায় অতিরিক্ত স্টপেজ, জানুন স্টেশন ও সময়

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 1/10

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ট্রেনের অতিরিক্ত স্টপ দেওয়ার ব্যবস্থা করেছে পূর্ব রেল। একটি বিজ্ঞপ্তি জারি করলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী একলব্য চক্রবর্তী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইএমইউ/প্যাসেঞ্জার ট্রেনগুলিকে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা থেকে ৩টে ১৫-র মধ্যে শিয়ালদহ-রানাঘাট বিভাগে অতিরিক্ত স্টেশন পলতা, জগদ্দল, কাকিনাড়া এবং পায়ডাঙায় থামানো হবে। এছাড়া বারাসত এবং বনগাঁ বিভাগে সানিহাটি হাল্টেও থামবে ট্রেন। ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৬ এবং ২৭ মে- এই দিনগুলিতে অতিরিক্ত স্টেপেজের ব্যবস্থা করেছে পূর্ব রেল।    
 
 

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 2/10

১. ৩১৮১৯ শিয়ালদহ -কৃষ্ণনগর শহর: পলতা, জগদ্দল, কাকিনাড়া এবং পায়রাডাঙ্গায় থামবে যথাক্রমে সকাল ৮টা ২৩ মিনিট,  ৮টা ৩২ মিনিট, ৮টা ৪৩ মিনিট এবং ৯টা ২৯ মিনিটে।

২. ৩১১১১ শিয়ালদহ–কাটোয়া:  জগদ্দল এবং কাকিনাড়ায় থামবে যথাক্রমে সকাল ৮টা ৫৭মিনিটে এবং ৯টায়।
 

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 3/10

৩. ০৩১৪০ রানাঘাট–শিয়ালদহ: কাকিনাড়া, জগদ্দল এবং পলতায় থামবে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ১৮ মিনিট এবং ৮টা ২৮ মিনিট। 

৪. ৩১৮১৮ কৃষ্ণনগর শহর - শিয়ালদহ: জগদ্দল এবং পলতা স্টেশনে পৌঁছবে সকাল ৮টা ২৪ মিনিট এবং ৮টা ৩৫ মিনিটে।
 

Advertisement
উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 4/10

৫. ৩১৯১৬ গেদে - শিয়ালদহ: কাকিনাড়া এবং জগদ্দলে ট্রেন পৌঁছবে সকাল ৮টা ৫৬ মিনিট এবং ৯টায়। 

৬. ০৩১১৬ লালগোলা–শিয়ালদহ: কাকিনাড়া, জগদ্দল এবং পলতায় যথাক্রমে ৯টা ৮ মিনিট, ৯টা ১১ মিনিট এবং ৯টা ১৭ মিনিটে থামবে। 
 

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 5/10

৭. ৩১৫২০ শান্তিপুর–শিয়ালদহ: জগদ্দলে ৯টা ৫৫ মিনিটে থামবে।

৮. ৩৩৩৬৩ বারাসত–বনগাঁ: সানহাটি হাল্টে থামবে ৮টা ৫৭ মিনিটে। 
 

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 6/10

৯. ৩৩৩৬২ বনগাঁ–বারাসাত: সকাল ৯টা ৫৬ মিনিটে সানহাটি হাটে থামবে।

১০.০৩১৮৩ শিয়ালদহ-লালগোলা: পলতা, জগদ্দল, কাকিনাড়া এবং পায়রাডাঙায় যথাক্রমে দুপুর ১টা ১৩ মিনিট, ১টা ২২ মিনিট, ১টা ৩০ মিনিট এবং ২টো ১৬ মিনিটে থামবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 7/10

১১. ৩১৫২৩ শিয়ালদহ- শান্তিপুর: জগদ্দলে থামবে দুপুর ১টা ৪৭ মিনিটে।

১২. ০৩১৯৩ কলকাতা - লালগোলা: পলতা, জগদ্দল এবং কাকিনাড়ায় পৌঁছবে যথাক্রমে দুপুর ২টো ৪৩ মিনিট, দুপুর ২টো ৫২ মিনিট এবং দুপুর ২টো ৫৪ মিনিটে। 
 

Advertisement
উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 8/10

১৩. ৩১৮২৪ কৃষ্ণনগর শহর - শিয়ালদহ: দুপুর ১টা ২৩ মিনিটে জগদ্দলে থামবে।

১৪. ০৩১৯০ লালগোলা –শিয়ালদহ- পায়রাডাঙা, কাকিনাড়া, জগদ্দল এবং পলতায় থামবে যথাক্রমে দুপুর ১টা ২৩ মিনিটে, ২টো ১১ মিনিট, ২টো ১৩ মিনিট এবং ২টো ২২ মিনিটে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 9/10

১৫. ০৩১৯৬ লালগোলা–শিয়ালদহ: কাকিনাড়া, জগদ্দল এবং পলতায়  যথাক্রমে দুপুর ৩টে ৯ মিনিটে, ৩টে ১১ মিনিটে এবং  ৩টে ২০ মিনিটে থামবে।
 

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত স্টপেজ
  • 10/10

১৬. ৩১৮২৮ কৃষ্ণনগর শহর - শিয়ালদহ: পায়রাডাঙায় থামবে দুপুর ২টো ৫১ মিনিটে।
 

Advertisement