২২ মার্চ, আগামীকাল থেকে আসানসোল-শিয়ালদহগামী নতুন একটি ট্রেনের পরিষেবা শুরু হবে। আগামী ৩০ মার্চ থেকে হাওড়া-আজিমগঞ্জগামী আর একটি স্পেশাল ট্রেন চালু হচ্ছে। গত ৭ মার্চ থেকে আগামী ৩০ মার্চ পর্যন্ত, একমাসে মোট ৮টি নতুন ট্রেন পেল বাংলার মানুষ।
গত ৭ মার্চ বর্ধমান-আসানসোল-দুর্গাপুর শাখায় ৬টি Memu Train আবারও চালু করেছিল পূর্ব রেল (Eastern Railway)। মাসের বাকি ক’দিনে আরও দু’টি ট্রেন চালু হচ্ছে। চলুন এক নজরে জেনে নেওয়া নতুন ৮টি ট্রেনের বিস্তারিত সময়সূচি...
আসানসোল-শিয়ালদহগামী স্পেশাল ট্রেনটি রবিবার ছাড়া সপ্তাহে বাকি ৬ দিনই চলবে। সকাল ৬টা ৪৫ মিনিটে আসানসোল ছেড়ে এই ট্রেন শিয়ালদহে পৌঁছাবে সকাল ১০টা ৪৫ মিনিটে। বিকেলে ৫টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে এই ট্রেন আসানসোলে পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে।
হাওড়া-আজিমগঞ্জগামী এই ট্রেনটি ৩০ মার্চ থেকে প্রতিদিন রাত ১০টা ৪৪ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, আজিমগঞ্জ পৌঁছাবে পরদিন ভোর ৪টে ২০ মিনিটে। ফেরার সময় সকাল ৭টা ৫৫ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে এই ট্রেন হাওড়ায় পৌঁছাবে দুপুর ১টা ৫৫ মিনিটে।