এ বারে বঙ্গের নির্বাচনে ‘Booth App’ ব্যবহার করবে কমিশন। তাই সেই প্রযুক্তি সম্পর্কেও যথাযথ ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অফিসারদের। কমিশন জানিয়েছে, প্রত্যেক প্রিসাইডিং অফিসারদের স্মার্টফোনেই থাকবে এই ‘Booth App’।
ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই ‘Booth App’-এর ভূমিকা। কিন্তু আসন্ন নির্বাচনে ঠিক কোন কাজে লাগবে এই অ্যাপ? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
কমিশন জানিয়েছে, স্বচ্ছতার স্বার্থে এ বারের নির্বাচন পরিচালনার প্রক্রিয়া অনেক বেশি প্রযুক্তিনির্ভর হতে চলেছে। এই Booth App তার অন্যতম অংশ। Booth App নির্বাচন কমিশনের সার্ভারের সঙ্গে সংযুক্ত এবং এনস্ক্রিপ্ট পদ্ধতিতে এই অ্যাপ ডেটা প্রদান করতে সক্ষম।
কমিশন জানিয়েছে, প্রিসাইডিং অফিসারদের কাছে থাকা এই মোবাইল অ্যাপ ভোটারদের সঙ্গে থাকা QR code দেওয়া ভোটার স্লিপ Booth App-এ স্ক্যান করা হবে। এর ফলে আলাদা করে কাগজের তালিকায় ভোটারের নাম মেলাতে হবে না।
প্রিসাইডিং অফিসারদের কাছে থাকা এই Booth App-এর সাহায্যে একদিকে যেমন ভোটারের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, অন্যদিকে তেমনই ভুয়ো ভোটার চিহ্নিত করা সম্ভব হবে।
কমিশন জানিয়েছে, এই Booth App-এর সাহায্যে একটা নির্দিষ্ট সময় অন্তর ওই বুথে মোট কত ভোট পড়ছে এবং এই সংক্রান্ত আরও সমস্ত জরুরি তথ্য রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তারা সহজেই পেয়ে যাবেন।