scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Electric Car: দেশে ২৩৪ শতাংশ বেড়েছে ইলেকট্রিক গাড়ির বিক্রি, সেরা ৫-এর তালিকায় রাজ Tata-র

Electric Car
  • 1/6

দেশে বৈদ্যুতিক গাড়ি ক্রমাগত জনপ্রিয় হচ্ছে। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর এই ছয় মাসে দেশে  বিক্রি হওয়া মোট যাত্রীবাহী গাড়ির০.৪৫ % ইলেকট্রিক গাড়ি। এই সময়ে দেশে মোট  ১৩,৮৭,৭১৪ টি যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে, যার মধ্যে ৬,২৫১ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। এটি গত বছরের মোট ৫,৯০৫  ইউনিটের চেয়ে বেশি। এভাবে দেশে EV-র বিক্রি বেড়েছে ২৩৪%। টাটা মোটরসের দুটি গাড়িও টপ-৫-এর তালিকায় রয়েছে।
 

Electric Car
  • 2/6

Tata Nexon EV শীর্ষে রয়েছে 
Tata Nexon EV, দেশের সবচেয়ে বেশি বিক্রিত বৈদ্যুতিক গাড়ি। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এর মোট বিক্রি হয়েছে ৩,৬১৮ ইউনিট। গত বছরের একই অর্ধে এটির বিক্রি ছিল মাত্র ১,১৫২  ইউনিট। এই ভাবে কোম্পানির Tata Nexon EV বিক্রি বেড়েছে ২১৪%। Tata Nexon EV একক চার্জে ৩১২ কিলোমিটার পর্যন্ত যেতে পারে  এবং দিল্লিতে এর এক্স-শোরুম মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা থেকে শুরু হয়৷
 

Electric Car
  • 3/6

MG ZS EV-এর দাপট 
দেশের বাজারে, কয়েক বছরের পুরনো MG Motors-এর ইলেকট্রিক গাড়ি MG ZS EV-এরও দাপট রয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে কোম্পানিটি ১,৭৮৯ ইউনিট বিক্রি করেছে, যা গত বছর ছিল মাত্র ৫১১ ইউনিট। এভাবে MG ZS EV বিক্রি বেড়েছে ২৫০%। প্রায় ২১  লক্ষ টাকা থেকে শুরু হয় এই বৈদ্যুতিক গাড়িটিত একবার চার্জে ৩৪০ কিলোমিটার পর্যন্ত যায়।
 

Advertisement
Electric Car
  • 4/6


Tata Tigor EV রাজ করছে
 ভারতে বেস্ট সেলিং ইলেকট্রিক গাড়ির তালিকায়ও রয়েছে, Tata Motors-এর দ্বিতীয় ইলেকট্রিক কার Tata Tigor EV-ও। যা  টপ-৫ (Top-5 Selling Electric Cars In India) অন্তর্ভুক্ত। চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বর ছয় মাসে কোম্পানিটি এর ৮০১টি ইউনিট বিক্রি করেছে। গত বছর এই সংখ্যাটা ছিল মাত্র ১০০ ইউনিট। এইভাবে এর বিক্রি বেড়েছে ৭০১1%। টাটার  এই গাড়িটি এক চার্জে ১৪২ কিলোমিটার যায় এবং এর দাম ৯.৫ লক্ষ টাকা থেকে শুরু হয়।
 

Electric Car
  • 5/6

Hyundai Kona Electric চতুর্থ নম্বরে
Hyundai Motors-এর কেবল বৈদ্যুতিক গাড়িই নয় বাকি যানবাহনও বিক্রিতে পিছিয়ে রয়েছে। হুন্ডাই ক্রেটা সম্প্রতি অক্টোবরের সেরা-১০ বিক্রি হওয়া গাড়ির তালিকা থেকে বাদ পড়েছে। বৈদ্যুতিক গাড়ির বিভাগে, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে Hyundai Kona Electric কারের বিক্রয় ছিল মাত্র ৫১ ইউনিট, যা গত বছরের ১০১  ইউনিটের তুলনায় ৫০ % কম। এক চার্জে ৪৫২ কিলোমিটার যেতে পারা  এই গাড়ির দাম ২৩.৭ লক্ষ টাকা থেকে শুরু।

Electric Car
  • 6/6

Mahindra eVerito রয়েছে তালিকায়
Mahindra দেশে বৈদ্যুতিক গাড়ি চালু করা প্রথম কোম্পানিগুলির মধ্যে একটি। কিন্তু এখন সেলের ক্ষেত্রে তার বাজার কমেছে। Mahindra eVerito এপ্রিল-সেপ্টেম্বরে মাত্র ২ ইউনিটের জন্য বিক্রি হয়েছে। এটি গত বছরের ৮ ইউনিটের তুলনায় ৭৫% কম। ১১ লাখ টাকার কম দামের এই কোম্পানির গাড়িটি একবার চার্জে ১৪০ কিলোমিটার পর্যন্ত যায়।

Advertisement