কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশন (ESIC)। সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করছে সংস্থা।
আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশনে (ESIC)। চলুন এই নিয়োগের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ার পদে আসন সংখ্যা ৬,৩০৬টি এবং স্টেনোগ্রাফার পদে মোট ২৪৬টি আসনে নিয়োগ করা হবে।
স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সরকার স্বীকৃত যে কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এর পাশাপাশি এমএস অফিস, ডেটাবেস-সহ কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে।
আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ার পদের প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বয়সে সরকারি নিয়মে ছাড় মিলবে।
এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশন (ESIC) স্টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীকে তার যোগ্যতার নিরিখে সরাসরি নিয়োগ করবে। পাশাপাশি লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ার পদে নিয়োগ করবে ESIC। শরীরিক কার্যক্ষমতা, বিভাগ ভিত্তিক প্রতিযোগিতামূলক নম্বরও বিবেচনা করা হবে।