গঙ্গাবক্ষে ভ্রমণের সুযোগের পাশাপাশি মিলবে বই পড়ার সুযোগও, সঙ্গে মুখরোচক টুকিটাকির আয়োজন থাকছে। বুধবার থেকে কলকাতায় চালু হল ভাসমান গ্রন্থাগার!
রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শিশু ও কিশোরদের জন্য ভেসেলে ভাসমান গ্রন্থাগার চালু হল কলকাতায়। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘বোট লাইব্রেরি’।
শিশু ও কিশোরদের গঙ্গাবক্ষে ভ্রমণের পাশাপাশি বই পড়ার নতুন অভিজ্ঞতা দিতে আজ থেকে এই ‘বোট লাইব্রেরি’ দিনে ৩ বার মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠের মধ্যে চলাচল করবে।
সকাল ১১টা, দুপুর ১টা ১৫ মিনিট এবং দুপুর ৩টে ৩০ মিনিটে মিলেনিয়াম পার্ক থেকে ছাড়বে এই এই ‘বোট লাইব্রেরি’। ‘বোট লাইব্রেরি’-র জন্য পার্ক স্ট্রিটের একটি পরিচিত পুস্তক বিপণির সঙ্গে হাত মিলিয়েছে রাজ্য পরিবহণ নিগম।
এই ভাসমান গ্রন্থাগারে বই প্রেমীদের জন্য ভ্রমণ, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল-সহ নানা বিষয়ের পাঁচশোরও বেশি বই থাকছে। একই সঙ্গে থাকছে মুখরোচক হাল্কা খাবারের আয়োজন।
এই ভাসমান ‘বোট লাইব্রেরি’-তে আসা শিশু ও কিশোর বই প্রেমীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে রাজ্য পরিবহণ নিগমের। থাকছে ওয়াই-ফাইয়ের ব্যবস্থাও।