scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ITR Filing: এখনও আয়কর রিটার্ন জমা দেননি? পদ্ধতি জেনে নিজেই ফাইল করুন অনলাইনে

File your income tax return (ITR) within 31 December
  • 1/8

মাস দুয়েক আগেই একটি নির্দেশিকায় আয়কর দফতর জানিয়েছিল, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার সুযোগ পাবেন আয়করদাতারা। সেই বর্ধিত সময়ও এ বার ফুরিয়ে এল।

File your income tax return (ITR) within 31 December
  • 2/8

৩১ ডিসেম্বরের পর আয়কর রিটার্ন (ITR) জমা দিতে গেলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তবে যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম, তাঁদের ক্ষেত্রে জরিমানার অঙ্ক ১০০০ টাকা। এখনও আয়কর রিটার্ন জমা দেওয়া হয়নি? তাহলে পদ্ধতি জেনে নিজেই অনলাইনে ফাইল করে নিন নিজেদের আয়কর রিটার্ন...

File your income tax return (ITR) within 31 December
  • 3/8

প্রথমে ই-ফাইলিং-এর হোমপেজ (http://www.incometaxindiaefiling.gov.in) খুলে ‘Quick Links’ মেনু থেকে ‘Quick ITR Filing’-এ ক্লিক করতে হবে। এ বার পপ বক্সে ‘Continue to e-Filing Lite’ অপশনে ক্লিক করতে হবে।

Advertisement
File your income tax return (ITR) within 31 December
  • 4/8

যাঁরা ইতিমধ্যেই বা আগে থেকে Income Tax Return-এ নিজেদের অ্যাকাউন্ট রেজিস্টার (নথিভুক্ত) করেছেন, তাঁরা পাসওয়ার্ড, প্যানকার্ড, আর ক্যাপচা কোড ব্যবহার করে লগইন করে ই-ফাইলিং করতে পারেন।

File your income tax return (ITR) within 31 December
  • 5/8

যাঁদের Income Tax Return-এর ক্ষেত্রে নিজেদের অ্যাকাউন্ট রেজিস্টার (নথিভুক্ত) করানো নেই, তাঁদের প্রথমে নথিভুক্ত করতে হবে। এর জন্য মেনুতে গিয়ে ‘Income Tax Return’ অপশনে ক্লিক করে আয়করদাতাকে বিশদে নিজের যাবতীয় প্রয়োজনীয় তথ্য (যেমন, নাম, প্যান নম্বর, জন্ম তারিখ ও সাল ইত্যাদি) জানাতে হবে।

File your income tax return (ITR) within 31 December
  • 6/8

ওয়েবসাইটের উল্লেখিত সমস্ত নির্দেশ খুঁটিয়ে দেখে কোন বিভাগের অধীনে আয়কর রিটার্ন ফাইল করতে হবে, তা জেনে নিয়ে অনলাইন ফর্ম ভরে ‘Save Draft’ করে ‘Next’-এ ক্লিক করতে হবে। এখান থেকে ‘Computation of Income and Tax’-এ ক্লিক করে আয়করদাতাকে টিডিএস সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে ‘Save Draft’ করে ‘Next’-এ ক্লিক করতে হবে।

File your income tax return (ITR) within 31 December
  • 7/8

এর পর ‘Taxes Paid and Verification’ ট্যাবে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ করে মোট কত কর দেওয়া হল জানাতে হবে। এর পর ‘80G’ ট্যাবে গিয়ে প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে ‘Save Draft’ করে ‘Preview & Submit’-এ ক্লিক করতে হবে।

Advertisement
File your income tax return (ITR) within 31 December
  • 8/8

সাবমিট করা হয়ে গেলে একটা পপ আপ মেসেজ পাবেন, যেখানে কিছু পরিবর্তন করতে চান কিনা, তা জানতে চাওয়া হবে। যদি কোনও ভুল থাকে, তাহলে তা এই সময় শুধরে নেওয়া যেতে পারে। আয়করদাতার দেওয়া সমস্ত তথ্য যদি সঠিক ও নির্ভুল হয়, সে ক্ষেত্রে ‘Preview & Submit’-এ ক্লিক করলেই কাজ শেষ। ফাইল করা এই ফর্মটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেওয়াই ভাল।

Advertisement