scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি

RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 1/8

RuPay Credit Card: দেশে প্রথমবারের মতো, তিনটি ব্যাঙ্ক Rupay ক্রেডিট কার্ড চালু করেছে, যার মাধ্যমে UPI-এর সাহায্যে ক্রেডিট কার্ড পেমেন্ট করা যাবে। এই ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা হবে যে ভাবে UPI অ্যাপ ডেবিট কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে।

RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 2/8

এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক। ২০ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এই কার্ড চালু করার কথা ঘোষণা করেছিলেন।

RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 3/8

এক টুইট বার্তায় এ বিষয়ে তথ্য দিয়ে ইউনিয়ন ব্যাঙ্ক জানিয়েছে, এখন ক্রেডিট কার্ডেও UPI পেমেন্টের সুবিধা দেওয়া হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ইউপিআই ক্রেডিট কার্ড চালু হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিয়ন ব্যাঙ্কের রুপে ক্রেডিট কার্ডধারীরা BHIM অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবে।

Advertisement
RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 4/8

শুধু তাই নয়, UPI QR কোড স্ক্যান করে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সহজেই পেমেন্ট করা যাবে। বর্তমানে, ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা শুধুমাত্র NPCI-এর BHIM অ্যাপে দেওয়া হচ্ছে। পরবর্তীতে অন্যান্য UPI অ্যাপেও এটি চালু করা হবে।

RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 5/8

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও তার RuPay ক্রেডিট কার্ডকে UPI-এর সঙ্গে লিঙ্ক করেছে। এতে গ্রাহক ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হবে। গ্রাহকরা এখন ডেবিট কার্ডে টাকা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI দিয়ে খরচ করতে পারবেন।

RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 6/8

অন্যদিকে, ব্যবসায়ীদের কাজও বাড়বে। ভার্চুয়াল পেমেন্ট ঠিকানা অর্থাৎ UPI আইডির সঙ্গে RuPay ক্রেডিট কার্ড লিঙ্ক করে যে কোনো ধরনের লেনদেন করা যেতে পারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও BHIM অ্যাপে UPI পেমেন্টের সুবিধা দিয়েছে। পরবর্তীতে অন্যান্য অ্যাপে সেবাটি চালু করা হবে।

RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 7/8

দিন দিন UPI-এর ক্রমবর্ধমান পরিধির পরিপ্রেক্ষিতে, ব্যাঙ্কগুলি ক্রেডিট কার্ডেও এই সুবিধা প্রদান করা শুরু করেছে। এখন পর্যন্ত, UPI পেমেন্টের পরিষেবা শুধুমাত্র ডেবিট কার্ডের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টে পাওয়া যেত। এখন ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডও এতে যুক্ত হয়েছে, ফলে লেনদেনের সংখ্যা আরও দ্রুত বাড়বে।

Advertisement
RuPay Credit Card: দেশে চালু হয়ে গেল UPI পেমেন্ট ভিত্তিক Credit Card, রইল পদ্ধতি
  • 8/8

UPI ভারতে পেমেন্টের সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে, UPI প্ল্যাটফর্মে ২৬ কোটিরও বেশি ব্যবহারকারী এবং ৫ কোটি ব্যবসায়ী যুক্ত রয়েছেন। শুধুমাত্র মে ২০২২-এ, UPI-এর মাধ্যমে ১০.৪০ লক্ষ লেনদেনে ৫৯৪.৬৩ কোটি টাকার হস্তান্তর সম্পন্ন হয়েছে। UPI বর্তমানে ব্যবহারকারীর ডেবিট কার্ডের মাধ্যমে সেভিংস/কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করে লেনদেনের সুবিধা দেয়।

Advertisement