দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দরও! মে মাসে এখনও পর্যন্ত মোট ১৪ বার বেড়েছে তেলের দাম। ঊর্ধ্বমুখী তেলের দাম নিয়ে নাজেহাল দেশের মানুষ।
ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ভোপালে আর রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। মুম্বইয়ে পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁতে আর মাত্র ৬ পয়সার ব্যবধান রয়েছে। জয়পুরে বৃহস্পতিবারই ১০০ টাকা পার করেছে পেট্রোলের দাম।
গতকাল দাম বৃদ্ধির পর নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল পেট্রোল-ডিজেলের দর! তবে আজ দেশজুড়ে অপরিবর্তিতই রইল তেলের দাম। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৩ টাকা ৭২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৭ টাকা ৪৬ পয়সা।
এই চার মহানগর ছাড়াও শুক্রবার পটনায় আজ এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৮৫ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ৮৭ পয়সা প্রতি লিটার।