Advertisement
ইউটিলিটি

Bank Holidays In March: ২ দিন ধর্মঘট নিয়ে মার্চে মোট ক’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? জেনে নিন

  • 1/7

ব্যাঙ্কের ছুটির দিনগুলি আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। ব্যাঙ্ক বন্ধের দিনগুলিতে ATM, মোবাইল এবং নেট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকলেও ব্যাঙ্কের শাখাগুলি থেকে কোনও পরিষেবা পাওয়া যাবে না। মার্চে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, চলুন জেনে নেওয়া যাক...

  • 2/7

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, মার্চ মাসে দেশের বিভিন্ন প্রান্তে নানা পার্বন মিলিয়ে অতিরিক্ত ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়।

  • 3/7

মার্চে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।

Advertisement
  • 4/7

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক মার্চে চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি ছাড়াও আরও চার দিন বন্ধ থাকবে।

  • 5/7

চারটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি ছাড়া ১১ মার্চ মহাশিবরাত্রি উপলক্ষে বাংলায় বন্ধ থাকছে ব্যাঙ্ক।

  • 6/7

এ ছাড়াও কেন্দ্রের বেসরকারিকরণের প্রতিবাদে মার্চে পর পর ২ দিন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। মার্চের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। এ ক্ষেত্রে আরও দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

  • 7/7

শিবরাত্রি ছাড়াও দোল উৎসব আর হোলি উপলক্ষে ২৯ আর ৩০ মার্চ ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারিরা। তাই মার্চ মাসে এই দিনগুলি বাদে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করুন।

Advertisement