scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!

Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 1/8

আপনি কি অবসরপ্রাপ্ত? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর! প্রতি মাসে পেনশনের তথ্যের জন্য আর ছোটাছুটির প্রয়োজন পড়বে না অবসরপ্রাপ্ত প্রবীণদের। দাঁড়াতে হবে না কোনও অফিসের লাইনেও। বাড়িতে বসেই পাওয়া যাবে পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্যে!

Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 2/8

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) নতুন ব্যবস্থা অনুযায়ী, নিজেদের পেনশন সম্পর্কে তথ্য পাওয়ার জন্য অবসরপ্রাপ্ত প্রবীণদের কোনও PF অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। EPFO পোর্টালেই যাবতীয় তথ্য আপডেট করা হয়েছে বলে জানা গিয়েছে।

Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 3/8

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়েছে, পেনশন সংক্রান্ত যে কোনও সার্টিফিকেট, নথি, সব কিছুই মিলবে এই পোর্টালের মাধ্যমেই।

Advertisement
Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 4/8

অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জানানো হয়েছে, লাইফ সার্টিফিকেট সংক্রান্ত যে কোনও প্রশ্ন থাকলে, তার উত্তরও EPFO পোর্টালেই পেয়ে যাবেন তাঁরা।

Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 5/8

এতদিন লাইফ সার্টিফিকেট জমা না পড়লে পেনশন আটকে যেত অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের। এখন তাঁদের যাতে এই সমস্যায় পড়তে না-হয় সেই জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 6/8

অবসর গ্রহণের পর প্রত্যেক পেনশনভোগীকে একটি PPO number দেওয়া হয়। এটি একটি ১২ ডিজিটের নম্বর। এই নম্বরের মাধ্যমেই পেনশন প্রাপকরা তাঁদের প্রাপ্ত টাকা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারেন।

Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 7/8

পেনশনভোগীদের পাশবই আপডেট করা থেকে যে কোনও তথ্য জানতে এই PPO নম্বরের গুরুত্ব অপরিসীম! পেনশন অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রেও প্রয়োজন হয় এই PPO number-এর।

Advertisement
Pension: অ্যাকাউন্টে কবে ঢুকবে Pension-এর টাকা? জেনে নিন ঘরে বসেই!
  • 8/8

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়েছে, এ বার এই PPO number-এর সাহায্যেই অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা EPFO পোর্টাল থেকে নিজেদের পেনশন সংক্রান্ত সবরকম তথ্য পাবেন।

Advertisement