আলোচনার কেন্দ্রে এখন সোনা ও রুপো। কেউ কিনছেন গয়না, কয়েন, তো কারও বিনিয়োগে ETF-এ। সবার একটাই আশা, সোনা, রুপো অদূর ভবিষ্যতে ধনী বানাবে। যার নির্যাস, সোনা ও রুপোর দাম নিয়ে চর্চা তুঙ্গে।
এখন প্রশ্ন হল, এই যে ট্রেন্ড এখন চলছে, এর ভবিষ্যত্ কী? মানে, মার্কেট কারেকশন হলেই কি সোনা, রুপোর দাম একেবারে হুড়মুড়িয়ে পড়বে? সোনা, রুপোর বাজারে বিরাট পতন শুধু সময়ের অপেক্ষা?
চার্টার অ্যাকাউন্ট্যান্ট নিতিন কৌশিকের মতে, সোনার দামে কারেকশন বা মার্কেট ক্র্যাশ হতে পারে বলে যাঁরা আশায় রয়েছেন, তাঁদের আশা এখন পূরণ হচ্ছে না। অন্তত অদূর ভবিষ্যতে নয়।
X হ্যান্ডেলে একটি পোস্টে কৌশিক লিখছেন. 'সোনার দামে ক্র্যাশ বা পতনের আশা আপাতত ছেড়ে দিন। এখনই ঘটছে না। সোনা শুধু মাত্র চকচকে একটি ধাতু নয়। বিশ্ব অর্থনীতিতে এটি একটি আস্থা ও ভয়ের ব্যারোমিটার।'
কৌশিকের ব্যাখ্যা অনুযায়ী, সোনার দামের ওঠানামা আসলে আর্থিক দুনিয়ার গভীর স্রোতের ইঙ্গিত দেয়। তাঁর কথায়, যখন বড় বিনিয়োগকারীরা কাগুজে মুদ্রা বা শেয়ারবাজারের উপর থেকে ভরসা হারান, তখন তাঁরা সেটা ঘোষণা করে বলেন না, চুপিচুপি টাকাটা সরিয়ে নেন সোনায়। এই কারণেই যখনই মনে হয় সোনার দাম কমবে, তখনই সেটার উল্টো ঘটে। সোনা শুধু একটা পণ্য নয়, এটা আসলে একটা সঙ্কেত।'
সোনা ও রুপোর দাম যে জায়গায় ছুঁতে চলেছে, তা নিয়ে রীতিমতো শোরগোল। বিশ্বজুড়ে আর্থিক দোলাচলের জেরে উত্সবের মরশুমে দাম একেবারে আকাশছোঁয়া।
গত একমাসে সোনার দাম ৪ শতাংশ বেড়েছে। রুপোর দাম বাড়ার হার আবার সোনাকেও ছাপিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভারতীয় টাকার দুর্বলতা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি টানা সোনা কেনা, এই তিনটি কারণ মিলেই সোনার দামের এই ঊর্ধ্বগতি ঘটিয়েছে। এর পাশাপাশি, নবরাত্রি ও দীপাবলির সময় গয়নার জন্য বাড়তি চাহিদা ভারতের বাজারে দামের গতি আরও বাড়িয়ে দিয়েছে।
কৌশিকের মন্তব্য আসলে আরও বড় একটি বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। সোনার দামের এই উত্থান শুধু নির্দিষ্ট সিজনের কেনাকাটার ফল নয়, বরং এটি ঐতিহ্যবাহী আর্থিক ব্যবস্থার প্রতি ক্রমশ কমে যাওয়া আস্থার প্রতিফলন।
তাঁর কথায়, সোনা এখন একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, স্মার্ট মানি বা বুদ্ধিমান বিনিয়োগকারীরা এই মুহূর্তে কাগুজে প্রতিশ্রুতির উপর ভরসা রাখছেন না। বিনিয়োগকারীদের জন্য এখান থেকে শেখার বিষয়টি কেবল স্বল্পমেয়াদি দামের ওঠানামা নয়, বরং বোঝা, সোনার এই দৃঢ়তা আসলে কী বার্তা দিচ্ছে।