Advertisement
ইউটিলিটি

বিশ্ব বাজারে ফের কমেছে সোনার দাম! প্রভাব পড়েছে কলকাতার বাজারেও

  • 1/5

২০২০ সালে ভারতের বাজারে সোনার দাম বেড়েছে ২৭ শতাংশ। মঙ্গলবার বিশ্ববাজারে দাম কমেছে সোনার। বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে ০.২ শতাংশ কমে গিয়ে ১৯৩৮.১১ ডলার হয়েছে। এর প্রভাব পড়েছে কলকাতার বাজারেও। চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দর...

  • 2/5

২২ ক্যারেট (গিনি সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫,০৫৬ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৫,০৫০ টাকা।

  • 3/5

২২ ক্যারেট (গিনি সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫০ হাজার ৫৬০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৫০ হাজার ৫০০ টাকা।

Advertisement
  • 4/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৩২৬ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৫ হাজার ৩২০ টাকা।

  • 5/5

২৪ ক্যারেট (খাঁটি সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৩ হাজার ২৬০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৫৩ হাজার ২০০ টাকা।

Advertisement