scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Gold, Silver Price Today: পুজোর আগেই সুখবর! কমল সোনার দাম, জানুন আজকের দর

সোনা কিনত
  • 1/6

সোনা কিনত চাইলে এখনই সেরা সময়। বুধবার বেশ কিছুটা কমেছে সোনার দাম। তবে সেই সঙ্গে পাল্লা দিয়ে কিছুটা বেড়েছে রূপোর দাম। 

ইন্ডিয়া বুলিয়ন
  • 2/6

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, বৃহস্পতিবার সোনার দাম ৫৫ টাকার রেকর্ড পতন হয়েছে। এর সঙ্গে ৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার দাম এখন ১০ গ্রাম প্রতি ৪৭,২২৪ টাকা হয়েছে।

তবে এর সঙ্গে
  • 3/6

তবে এর সঙ্গে অনেকটাই বেড়েছে রূপোর দাম। বৃহস্পতিবার প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৬১৯ টাকা। রূপোর দাম এখন প্রতি কেজিতে ৬৩৬৯১ টাকা হয়েছে। 

Advertisement
প্রসঙ্গত
  • 4/6

প্রসঙ্গত, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হয়, কিন্তু ২৪ ক্যারেট সোনা গয়না দিয়ে তৈরি হয় না। গয়না তৈরিতে সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়, যেখানে ৯১.৬৬ শতাংশ সোনা থাকে।

আপনি যদি
  • 5/6

আপনি যদি ২২ ক্যারেট সোনার গয়না নেন, তাহলে তাতে ২২ ক্যারেট সোনাতে ২ ক্যারেট অন্যান্য ধাতুর সাথে মিশ্রিণ থাকে। 

২২ ক্যারেট
  • 6/6

২২ ক্যারেট এবং ২২ ক্যারেটের সোনার খুচরো দাম জানতে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে হয়। কিছুক্ষণের মধ্যে এসএমএসের মাধ্যমে দামের দর পাওয়া যাবে।

Advertisement