সরকারি ব্যাঙ্কের বার্ষিক কর্মক্ষমতা পর্যালোচনা সভা (FY 2020-21) আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ১২টি পাবলিক সেক্টর (সরকারি) ব্যাঙ্কের প্রধানদের সঙ্গে দেখা করেন।
এই বৈঠকের পর, সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী ব্যাঙ্ক কর্মচারীদের পেনশন সংক্রান্ত একটি বড় ঘোষণা করেছেন। ওই ঘোষণা অনুযায়ী, বাড়তে চলেছে মৃত সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের পারিবারিক পেনশনের পরিমাণ।
Press Conference by FM @nsitharaman will begin shortly.
— PIB in Maharashtra 🇮🇳 (@PIBMumbai) August 25, 2021
Stay tuned for further updates
Watch live on 📽️ https://t.co/lTkWSZclKW@DrBhagwatKarad pic.twitter.com/AanMgw500l
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে, যদি কোনও ব্যাঙ্ক কর্মচারীর মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার পারিবারিক পেনশন বাবদ ওই কর্মচারির শেষ বেতনের ৩০ শতাংশ পাবে।
PSBs’ contribution for employee pensions under NPS hiked to 14 pc from 10 pc earlier, says DFS Secretary
— Press Trust of India (@PTI_News) August 25, 2021
আগে কোনও ব্যাঙ্ক কর্মচারীর মৃত্যু হলে এই ধরনের ক্ষেত্রে পারিবারিক পেনশন ছিল সর্বাধিক ৯২৮৪ টাকা। নতুন ঘোষণা অনুযায়ী, এখন মৃত ব্যাঙ্ক কর্মচারীদের পরিবার সর্বাধিক ৩৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারে।