scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?

Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 1/9

পেট্রোল এবং ডিজেলকে GST-র আওতায় আনতে আলোচনার জন্য প্রস্তুত সরকার, বিরোধীদের সামনে গুগলি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভায় সরকারের পরিকল্পনার বিষয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 2/9

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, পরবর্তী GST কাউন্সিলের বৈঠকে এই বিষয়টি আলোচনা করা হতে পারে৷ দেশে GST-র প্রাথমিক দর ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ, ২৮ শতাংশের স্তরে প্রয়োগ করা হয়৷

Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 3/9

পেট্রোল ও ডিজেলকে যদি ২৮ শতাংশের স্তরে রাখা হয় তাহলে বর্তমানে পোট্রোল-ডিজলেরে যা দাম চলছে, তার থেকে অনেকটাই ফারাক হতে পারে৷

Advertisement
Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 4/9

পেট্রোল ও ডিজেলকে যদি ২৮ শতাংশের স্তরে রাখা হয় তাহলে তেলের ধাম এক ধাক্কায় প্রায় ৪৭ টাকা পর্যন্ত সস্তা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।

Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 5/9

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক রাজ্যই পেট্রোল-ডিজেলের উপর উচ্চ কর প্রয়োগ করে। এ ক্ষেত্রে যদি রাজ্যগুলি সহমত হয় সে ক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলকে GST-র আওতায় আনতে বিস্তারিত আলোচনা হতে পারে৷

Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 6/9

নির্মলা সীতারমণ জানান, পেট্রোল এবং ডিজেলের উপর চাপানো করের অংশ বা ভাগ নিয়ে আলোচনা না করাই ভাল। কারণ, সে ভাবে দেখতে গেলে মহারাষ্ট্রে এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের উপর কর সব থেকে বেশি৷

Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 7/9

এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, Petrol, Diesel-এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!

Advertisement
Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 8/9

বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২.৯০ টাকা ও ডিজেলে ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে।

Fuel Prices: এক ধাক্কায় ৪৭ টাকা সস্তা হতে পারে Petrol, Diesel! কীভাবে জানেন?
  • 9/9

বিশ্লেষকদের মতে, আরও একটি উপায়ে রাজস্বের ক্ষতি না করেই Petrol, Diesel-এর দাম প্রায় ১৬ টাকা থেকে ৪৭ টাকা পর্যন্ত কমিয়ে দিতে পারে কেন্দ্র। সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র সরকার যদি পেট্রোল আর ডিজেল GST-র আওতায় নিয়ে আসে, তাহলে তেলের দাম অনেকটাই কমে যাবে৷

Advertisement