আপনি কি সম্প্রতি আপনার নাম বা পদবি বদলেছেন? তাহলে PF অ্যাকাউন্টে থাকা আপনার পুরনো নাম বা পদবি সংক্রান্ত তথ্যও আপডেট করা প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে এই ঘটনা প্রায়ই ঘটে। কারণ, বিয়ের পরই তাঁদের পদবি বদলে যায়।
কারণ যা-ই হোক না কেন, নাম, পদবি পরিবর্তন হলে সমস্ত জরুরি নথিপত্রেও এই সংক্রান্ত তথ্যও আপডেট করা প্রয়োজন। যাঁরা চাকুরিজীবী, তাঁদের ক্ষেত্রে EPF (প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্টে নাম, পদবি পরিবর্তনের আপডেট করা জরুরি। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে EPF (প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্টে নাম, পদবি পরিবর্তনের পর আপডেট করাবেন...
চাকুরিজীবী EPF (প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্টে নাম, পদবি পরিবর্তনের পর আপডেট করাতে প্রথমে আবেদন জানাতে হবে। অনলাইন এবং অফলাইন— দু’ভাবেই আবেদন জানানো যায়।
এর জন্য প্রথমে এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর ওই সদস্য যে সংস্থায় কর্মরত, সেই সংস্থার অনুমোদন প্রয়োজন। সংস্থার অনুমোদন মেলার পর কোনও কর্মচারি তাঁর নাম বা পদবি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে পারেন।
সংস্থার অনুমোদন মেলার পর কর্মচারিকে তাঁর নাম বা পদবি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এ ক্ষেত্রে বিবাহের সার্টিফিকেট বা এফিডেভিট (Affidavit)-এর নথি জমা দিতে হবে। এর সঙ্গে আগের নথিপত্র, প্যান, আধারও জমা দিতে হবে। এ বার দেখে নিন অনলাইনে কী ভাবে EPF (প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্টে পদবি বদল করবেন...
উপরে উল্লেখিত সমস্ত নথির স্ক্যান কপি সঙ্গে নিযে UAN Portal-এ ক্লিক করুন। তারপর নিজের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।