scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 1/9

স্বাস্থ্যকর্মী আর ফ্রন্ট লাইন ওয়ার্কারদের পর এ বার দেশজুড়ে প্রায় ২৭ কোটি আমজনতার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে প্রথমে টিকাকরণ হচ্ছে দেশের প্রবীণ নাগরিকদের। পাশাপাশি টিকা দেওয়া চলছে ৪৫ বছরের ঊর্ধ্বে কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের।

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 2/9

টিকা নেওয়ার জন্য CoWin বা Aarogya Setu অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। এছাড়া cowin.gov.in ওয়েবসাইটের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যেতে পারে। টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হবে, তা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 3/9

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

Advertisement
Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 4/9

CoWin বা Aarogya Setu অ্যাপ অথবা cowin.gov.in ওয়েবসাইট থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার পর টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে। এখান থেকেই টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে।

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 5/9

যাঁদের স্মার্টফোনে ইতিমধ্যেই Aarogya Setu অ্যাপ রয়েছে, তাঁরা এখান থেকে সহজেই টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারেন। যদি Aarogya Setu অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে চান, তাহলে জেনে নিন তার পদ্ধতি...

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 6/9

সবার আগে Aarogya Setu অ্যাপটি আপডেটেড করে নিন। এ বার অ্যাপে গিয়ে পর পর নির্দেশ অনুযায়ী সঠিক পদ্ধতি অনুসরণ করে যাবতীয় নথিপত্র-সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 7/9

এবার Aarogya Setu অ্যাপে ভ্যাকসিনেশন ট্যাবে ক্লিক করুন। নিজের মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন নির্ভুল ভাবে করে নিন। এর পর টিকাকরণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি দিন।

Advertisement
Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 8/9

Aarogya Setu অ্যাপে টিকাকরণের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যাদি দেওয়ার পর অ্যাপের সাহায্যে সহজেই নিকটবর্তী টিকাকেন্দ্র ও টিকা নেওয়ার দিন বেছে নেওয়া যাবে।

Covid Vaccine Registration: করোনার টিকা নেবেন? জানুন Aarogya Setu থেকে নাম নথিভুক্ত করার উপায়
  • 9/9

অ্যাপ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে সমস্যা হবে, তাঁরা ফোন করেও টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। এর জন্য তাঁদের ১৫০৭ নম্বরে ফোন করতে হবে।

Advertisement