scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!

PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!
  • 1/7

দেশের সকল আয়করদাতার PAN কার্ড থাকাটা বাধ্যতামূলক। যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য PAN কার্ড থাকাটা জরুরি। 

PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!
  • 2/7

কিন্তু PAN কার্ডের কোনও তথ্যে যদি ভুল থাকে! এ ক্ষেত্রে অফলাইনে ফর্ম ভরে আবেদন করা যেতে পারে। তবে পাশাপাশি অনলাইনে ঘরে বসেই PAN কার্ডে থাকা ভুল তথ্য শুধরে নিতে পারেন অনায়াসেই।

PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!
  • 3/7

PAN কার্ডে থাকা তথ্যগত ত্রুটি সংশোধনের জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে:  https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

Advertisement
PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!
  • 4/7

এখানে প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ (Application Type) বেছে নিতে হবে। অর্থাৎ, ভারতীয় নাগরিকের নতুন PAN কার্ড (ফর্ম 49A) অথবা বিদেশী কোনও নাগরিকের নতুন PAN কার্ড (ফর্ম 49A A) বা বর্তমান PAN-এর তথ্য পরিবর্তন বা সংশোধন— এর মধ্যে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে।

PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!
  • 5/7

এই সময় ভুলেও নতুন PAN কার্ডের জন্য আবেদন জানাবেন না। কারণ, যদি কোনও ব্যক্তির একাধিক PAN থাকে তাহলে তা আয়কর আইন অনুযায়ী, একটি শাস্তিযোগ্য অপরাধ। আয়কর আইনের (১৯৬১) ২৭২বি অনুচ্ছেদ অনুযায়ী, একাধিক PAN নম্বর থাকা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হতে পারে।

PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!
  • 6/7

এ বার ক্যাটাগরি (Category) অপশন থেকে আপনার নিজের না কোনও কোম্পানির PAN-এর তথ্য পরিবর্তন বা সংশোধন করতে চাইছেন তার সঠিক বিকল্পটি বেছে নিতে হবে।

PAN কার্ডের তথ্যে ভুল রয়েছে? অনলাইনে শুধরে নিন ঘরে বসেই!
  • 7/7

এর পর নিজের নাম, জন্ম তারিখ, ই-মেল আইডি, মোবাইল নম্বর, PAN নম্বর দিয়ে ফর্মের এবেবারে নিচে বাঁ দিকে থাকা ক্যাপচা কোড (Captcha Code) সঠিক ভাবে লিখে সাবমিট করতে হবে। ব্যস, এর পর আপনার সংশোধিত PAN কার্ডের পিডিএফ এবং নোটিফিকেশন চলে আসবে আপনার বৈধ ই-মেল আইডিতে।

Advertisement