scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 2/9

দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজা ৯০২ জন, মৃত্যু হয়েছে ৩,২৯৩ জনের।

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 3/9

বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল! এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি।

Advertisement
Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 4/9

এই পরিস্থিতিতে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে ভ্রাম্যমান ATM পরিষেবা ফের চালু করল HDFC ব্যাঙ্ক। প্রসঙ্গত, গত বছরও করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশের মোট ৫০টি শহরে ভ্রাম্যমান ATM পরিষেবা চালু করা হয়েছিল।

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 5/9

এ বছর আপাতত দেশের ১৯টি বড় শহরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে HDFC ব্যাঙ্কের এই ভ্রাম্যমান ATM পরিষেবা। 

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 6/9

HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় দিনে অন্তত তিন থেকে চারবার থামবে এই ভ্রাম্যমান ATM।

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 7/9

আপাতত দেশের যে ১৯টি শহরে HDFC ব্যাঙ্কের এই ভ্রাম্যমান ATM পরিষেবা চালু হয়েছে তার মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, পুনে, চেন্নাই, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, লখনউ, দেহেরাদুন, কটক, এলাহাবাদের মতো শহরের নাম।

Advertisement
Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 8/9

আপাতত দেশের যে ১৯টি শহরে HDFC ব্যাঙ্কের এই ভ্রাম্যমান ATM পরিষেবা চালু হয়েছে তার মধ্যে নাম নেই কলকাতার। তবে শীঘ্রই এ শহরেও চাকবে থেকে এ শহরে এই পরিষেবা মিলবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Mobile ATM: করোনা সঙ্কটে গ্রাহকদের জন্য ভ্রাম্যমান ATM পরিষেবা করল এই ব্যাঙ্ক!
  • 9/9

HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই ভ্রাম্যমান ATM থেকে মোট ১৫ ধরনের লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশা, এই পরিষেবার মাধ্যমে করোনা সঙ্কটকালে উপকৃত হবেন বহু মানুষ।

Advertisement