scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের! মিলবে সেভিংস অ্যাকাউন্টের চেয়েও বেশি সুদ

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 1/12

দেশজুড়ে চলা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। কাজ হারিয়েছেন দেশের লক্ষাধিক কর্মী! এই পরিস্থিতিতে সঞ্চয়ের গুরুত্ব মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 2/12

দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ সুনিশ্চিত ও সুরক্ষিত আয়ের উৎস হিসাবে Fixed Deposit বা স্থায়ী আমানতের উপর ভরসা রাখেন। অনেকেরই ধারণা, দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করলে বেশি সুদ পাওয়া যায়। তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 3/12

সমস্ত ব্যাঙ্কেই ১ বছরের তুলনায় ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কম। সেভিংস অ্যাকাউন্টের তুলনায় Fixed Deposit-এ ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থাগুলি (NBFC) বেশি সুদ দেয়।

Advertisement
PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 4/12

আমানতের ধরন, লগ্নির মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার নির্ভর করে। তাছাড়া, এক একটি ব্যাঙ্কে সুদের হার একেক রকম। এমনকী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও সুদের হারে এই পার্থক্য দেখা যায়।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 5/12

এই মুহূর্তে দেশের তিনটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অব বরোদা (BoB)। এই তিন ব্যাঙ্কেরই ২০২১-এ Fixed Deposit-এ সুদের হার বেশ ভাল।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 6/12

আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ন্যূনতম ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার ছিল ৩ শতাংশ থেকে সর্বাধিক ৫.৩ শতাংশ। বর্তমানে PNB তার Fixed Deposit-এ সুদের হার পরিবর্তন করেছে।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 7/12

বর্তমানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ৭ দিন থেকে সর্বাধিক ১০ বছর মেয়াদের উপর Fixed Deposit-এ সুদের হার সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ। দেশের প্রবীণ নাগরিকরা তাঁদের ৩ বছরের বেশি এবং ১০ বছরের কম মেয়াদের Fixed Deposit-এ ৫.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।

Advertisement
PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 8/12

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৩ বছরের বেশি এবং ১০ বছরের কম মেয়াদের Fixed Deposit-এ সুদের হার সর্বোচ্চ ৫.২৫ শতাংশ। অর্থাৎ, একই মেয়াদের Fixed Deposit-এ প্রবীণ নাগরিকদের প্রাপ্ত সুদের চেয়ে ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের সুদের হার ০.৫ শতাংশ কম।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 9/12

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার গ্রাহকদের ৯১ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদী আমানতের উপর বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেয়। ১৮০ দিন থেকে ২৭০ দিনের মেয়াদী আমানতে ব্যাঙ্কের সুদের হার ৪.৪ শতাংশ।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 10/12

২৭১ দিন থেকে এক বছরের মেয়াদী আমানতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার গ্রাহকদের ৪.৫ শতাংশ হারে সুদ দেয়। এক বছরের বেশি এবং ৩ বছরের কম মেয়াদের Fixed Deposit-এ ব্যাঙ্কের সুদের হার ৫.১ শতাংশ।

PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 11/12

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের Fixed Deposit-এ সুদের হার ৩ শতাংশ যা সঞ্চয়ী অ্যাকাউন্টের সুদের হারের চেয়ে বেশি। ব্যাঙ্ক তার গ্রাহকদের ৪৬ দিন থেকে ৯০ দিনের আমানতে ৩.২৫ শতাংশ হারে সুদ দেয়।

Advertisement
PNB Fixed Deposit Revised Rates: সঞ্চয় বাড়াতে বিনিয়োগ মাত্র ৭ দিনের!
  • 12/12

সুতারাং, Fixed Deposit মানেই দীর্ঘ মেয়াদী সঞ্চয় নয়, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) মাত্র ৭ দিনের জন্য টাকা জমা করেও সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পেতে পারেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তার প্রবীণ নাগরিকদের দিন থেকে ৪৫ দিনের মেয়াদের Fixed Deposit-এ ৩.৫ শতাংশ হারে সুদ দেয়।

Advertisement