scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 1/9

করোনার জোরে এখন মোটামুটি সমস্ত স্কুল, কলেজেই অনলাইন ক্লাসে পঠনপাঠন চলছে। কিন্তু সকল ছাত্রছাত্রীদের কাছে স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার না থাকায় অনলাইন ক্লাসে থাকতে পারছেন না অনেকেই।

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 2/9

এই অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার!

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 3/9

পশ্চিমবঙ্গে ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াই রাজ্য সরকারের দেওয়া এই ১০,০০০ টাকা পাবে।

Advertisement
Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 4/9

কিন্তু টাকা না হয় সরকার দিচ্ছে, কিন্তু ওই টাকায় কোন স্মার্টফোন কেনা যায়! চলুন দেখে নেওয়া যাক ৭ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন। এর মধ্যেই যে কোনও একটি অনলাইন ক্লাসের জন্য কিনে নেওয়া যেতেই পারে...

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 5/9

Redmi 9A: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৫৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Helio G25 Octacore প্রসেসর, ৫,০০০ mAh ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৭৯৯ টাকা।

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 6/9

Redmi 7A: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৪৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 439 প্রসেসর, ৪,০০০ mAh ব্যাটারি, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা।

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 7/9

Samsung Galaxy M01 core: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Quad-Core Media Tech 6739 প্রসেসর, ৩,০০০ mAh ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৪৯৯ টাকা।

Advertisement
Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 8/9

Realme C2: ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৬.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Octa-core MediaTek Helio P22 প্রসেসর, ৪,০০০ mAh ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা।

Online Class-এর জন্য ৭০০০ টাকার মধ্যে সেরা ৫ Smartphone! দেখে নিন
  • 9/9

Nokia 5.1 Plus: ৩ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি, ৫.৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, Media Tech Helio P60 প্রসেসর, ৩,০৬০ mAh ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা।

Advertisement